টয়লেট সিটের চেয়ে ৪০,০০০ গুণ বেশি ব্যাকটেরিয়া রয়েছে জলের বোতলে

আমাদের শরীরে অ্যান্টিবডিগুলোকে নষ্ট করে দেয়। যার জেরে অ্যান্টিবায়োটিক খেলেও খুব একটা কার্যকর হয় না।

INTERNET-সম্প্রতি এক গবেষণায় জলের বোতল নিয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।একটা টয়লেট সিটে যে পরিমাণ ব্যাকটেরিয়া থাকে, তার চেয়ে ৪০ হাজার গুণ বেশি ব্যাকটেরিয়া রয়েছে পুনঃব্যবহারযোগ্য জলের বোতলে।জলের বোতল কিনলে আমরা তা মাসের পর মাস ব্যবহার করতে থাকি।আমেরিকার ওয়াটার ফিল্টার গুরু নামের এক সংস্থা গবেষণা করে জলের বোতলে টয়লেট সিটের চেয়ে ৪০,০০০ গুণ বেশি ব্যাকটেরিয়া রয়েছে।

দিনের পর দিন আমরা একই জলের বোতল থেকে জল খাচ্ছি। সুতরাং, বুঝতে পারছেন আমাদের শরীরে ঠিক কতটা প্রভাব ফেলছে জলের বোতল? গবেষণায় দাবি জানানো হয়েছে যে, জলের বোতলে থাকা এই ব্যাকটেরিয়াগুলো আমাদের অন্ত্রের স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব ফেলে।আমাদের শরীরে অ্যান্টিবডিগুলোকে নষ্ট করে দেয়। যার জেরে অ্যান্টিবায়োটিক খেলেও খুব একটা কার্যকর হয় না।

জলের বোতলে রান্নাঘরের সিঙ্কের চেয়ে দ্বিগুণ, কম্পিউটার মাউসের চারগুণ এবং পোষা প্রাণী খাবারের বাটি থেকে ১৪ গুণ বেশি জীবাণু রয়েছে জলের বোতলের মধ্যে। তাহলে এখন উপায় কী? সেই টিপসও শেয়ার করেছেন বিশেষজ্ঞেরা। গবেষকরা দিনে অন্তত একবার গরম লিক্যুইড সাবান দিয়ে জলের বোতলগুলো ধোয়ার পরামর্শ দিচ্ছেন। আর সপ্তাহে অন্তত একবার এটি স্যানিটাইজ করা জরুরি বলে জানিয়েছেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *