আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

বাড়িতে সামান্য চুলের যত্ন,স্বাস্থ্যজ্জ্বল ঘন চুল/A little hair care at home, healthy thick hair

Published on: August 30, 2022
---Advertisement---

Join WhatsApp

Join Now

পুজোর কিন্তু আর মাত্র ৩২ দিন বাকি! ‘দুর্গাপুজো’ হল বাঙালি তথা গোটা হিন্দু সমাজের কাছে শ্রেষ্ঠ ও বড় উৎসব। এই সময় ত্বকের ও চুলের বিশেষ যত্ন নেওয়া শুরু করা উচিত।ফ্যাশন দুনিয়ায় ছাপিয়ে যাবে সবাই। রুক্ষ ও শুষ্ক চুল নিয়ে ঘুরবেন! সেটা কি আর ভালো লাগবে?

বাড়িতে সামান্য চুলের যত্ন নিলে ঘন স্বাস্থ্যজ্জ্বল চুল হতে পারে। পুজোর আগে আপনি কীভাবে আপনার চুলের যত্ন নেবেন?

শ্যাম্পু করুন-

দুদিন টাক ফাটা রোদ গরম দুদিন বৃষ্টি। রোদে এবং গরমে চুলের বারোটা বাজতে খুব বেশি সময় নেয়না। চুলের ভীষণ ক্ষতি দূষণ। আপনার স্ক্যাল্পকে নিয়মিত  পরিষ্কার রাখা উচিত।সে জন্য আপনাকে নিয়মিত শ্যাম্পু করতে হবে। অন্তত ১ দিন অন্তর ১ দিন শ্যাম্পু করুন। প্রতিদিন ব্যবহার করার জন্য সালফেট ফ্রি মাইল্ড শ্যাম্পুই ব্যবহার করা উচিত।

অবশ্যই চুল কন্ডিশনিং করুন-

স্ক্যাল্পকে পরিষ্কার রাখার জন্য নিয়মিত শ্যাম্পু করছেন,তেমন কন্ডিশনিং করতে ভুলবেন না। কন্ডিশনার লাগানোর সময় তা যেন স্ক্যাল্পে না লাগে।

তেল মালিশ করুন-

ব্যস্ত জীবনে স্ক্যাল্প মাসাজ করার সময় পাই না আমরা । আমরা ভাবি চুলে তেল না লাগালেও চলে। ভুল ধারণা নিয়মতি চুলে তেল লাগান।ভালো করে তেল মাসাজ করে নিন। স্ক্যাল্প মাসাজ করা উচিত নিয়মিত। তাহলেই আপনার চুল ভালো থাকবে।খাঁটি নারকেল তেলের সঙ্গে আপনার পছন্দের এসেনশিয়াল অয়েল সামান্য পরিমাণে মিশিয়ে নিন।ম্যাসাজ করে ১-২ ঘণ্টা রেখে শ্যাম্পু করে নিন। মাথায় রাখবেন, কখনও সারা রাত তেল মেখে থাকবেন না।

young women, refreshing, hair care, oil, massage, India, Indian ethnicity,

হেয়ারপ্যাক

সপ্তাহে অন্তত একদিন চুলে হেয়ার প্যাক পাশাপাশি হেনাও ব্যবহার করতে পারেন। বাড়িতেই বানিয়ে নিতে পারনে হেয়ার প্যাক কলা, ডিম, টক দই দিয়ে ।চুলের ডগা,চুলের গোড়ায় ভালো করে লাগিয়ে নিন। ১-২ ঘণ্টা রেখে শ্যাম্পু করে ফেলুন।

সিরাম,কন্ডিশনার, করেই যদি চুল একটু মুছে নিয়েই জোরে জোরে আঁচড়ে নেন  চুল উঠে আসার সম্ভাবনা থাকে।  চুলের ক্ষতি হওয়ার হাত থেকে কেউ বাঁচাতে পারবেন না।

Join Telegram

Join Now