বর্ধমানে যাত্রীবাহী বাস থেকে মিললো বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র

রাত পোহালেই কাল দেশের ৭৩তম সাধারণতন্ত্র দিবস। ঠিক তার আগে মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার কালনা মহকুমার নাদনঘাট থানা এলাকার হেমায়েতপুর এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধার করল পুলিশ।সেই সঙ্গে ওই অস্ত্র যারা নিয়ে যাচ্ছিল সেই ২জনকেও গ্রেফতার করেছে পুলিশ।

ওই দুই ব্যক্তির কাছ থেকে ৩টি পাইপ গান অ ২টি ওয়ান শাটার উদ্ধার হয়। মেলে নগদ অর্থও। তাদের কাছে থেকে বাজেয়াপ্ত করা হয়েছে দ’টি মোবাইলও। ধৃত কুতুবউদ্দিন মণ্ডল ডোমকলের শাহজাদা গ্রামের বাসিন্দা এবং আরেক অভিযুক্ত মনসুর মণ্ডল নাদনঘাটের গোকর্ণ গ্রামের বাসিন্দা। এদিনই তাদের কালনা মহকুমা আদালতে তোলা হয়।



জানা গিয়েছে, নাদনঘাট থানার পুলিশের কাছে আগেই গোপন সূত্রে খবর এসে গিয়েছিল যে যাত্রীবাহী বাসে করে আগ্নেয়াস্ত্র নিয়ে যাওয়া হচ্ছে কোথাও। সেই খবর পেয়ে এদিন সকাল থেকেই নাদনঘাটা থানা এলাকায় প্রতিটি রাস্তার মোড়ে মোড়ে নেকা চেকিং করা শুরু হয়। তার জেরেই একটি যাত্রীবাহী বাস থেকে ওই বিপুল আগ্নেয়াস্ত্রের সন্ধান মেলে।

এই বিষয়ে এদিন কালনা মহকুমার এসডিপিও সপ্তর্ষি ভট্টাচার্য জানান, ‘গোপন সূত্রে খবর ছিল। মঙ্গলবার সকালে বর্ধমানগামী একটি বাস থেকে ওই আগ্নেয়াস্ত্র মেলে। ২জনকে গ্রেফতার করা হয়েছে। তারা কোথায় যাচ্ছিল, কেন অস্ত্র রেখেছিল, কাকেই বা পাঠানো হচ্ছিল অস্ত্র, তা জানার জন্য জেরা করবে পুলিশ।’ প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে আসানসোলের পুরভোটের জন্য ওইসব অস্ত্র মুর্শিদাবাদ থেকে পূর্ব বর্ধমান হয়ে আসানসোলে নিয়ে যাওয়া হচ্ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *