ভাতারের এক দৈনিক কাগজের সাংবাদিক মোটরসাইকেল দুর্ঘটনার কবলে
পূর্ব বর্ধমান জেলার ভাতার গ্রামের এক দৈনিক কাগজের সাংবাদিক বিশ্বজিৎ হাজরা টতিনি আজ যখন সংবাদ সংগ্রহ করতে বেরিয়েছিলেন তখন তিনি দুর্ঘটনার কবলে পড়েন।
ভাতারের খেতিয়ার কাছে মোটরসাইকেলের সামনে চলে আসে দুটি কুকুর নিয়ন্ত্রণ রাখতে না পেরে তিনি ছিটকে পড়ে যান রাস্তার পাশে। বিশ্বজিৎ বাবু গুরুতর জখম হন। উদ্ধার করে নিয়ে আসা হয় ভাতার বাজারের একটি বেসরকারি চিকিৎসালয়ে।
সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন।
ওনার হাতে-পায়ে মাথায় ব্যাপক চোট লাগে।
খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসেন ভাতারের সাংবাদিক ধীমান রায় ও সুদিন মন্ডল।
বিশ্বজিৎ বাবুর সুস্থতা কামনা করেছেন পূর্ব বর্ধমান জেলার সাংবাদিক মহলে সকল সাংবাদিক।