বর্ধমানে দমকল বাহিনীর তৎপরতায় প্রাণ বাঁচলো একটি বিড়ালের
পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের নতুন পল্লি কবর খানা এলাকায় স্বপন ব্যানার্জীর বাড়িতে দোতালা বাড়ির সানসাইডে একটি বিড়াল ছানা উঠে যায়, তাই নিয়ে চাঞ্চল্য ছড়ায় এলাকায় । কোনোমতে বিড়ালটি সানসেড থেকে নামতে পারছিলো না ।
এলাকাবাসীরা সোমবার দমকল বিভাগে খবর দিলে তৎক্ষনাৎ দমকলের একটি ইজ্ঞিন ঘটনাস্থলে এসে ২০মিনিটের প্রচেষ্টায় বিড়ালটিকে উদ্ধার করতে সক্ষম হয় । এদিন স্থানীয়রা বলেন রবিবার থেকে বিড়ালটি ওখানে রয়েছে কনোমতে নামতে পারছিলো না ।
সারাদিন ভরে বৃষ্টিতে ভিজজিলো আজও দুপুরে ভিজেছে ,ও নামতে ভয় পাচ্ছে যদি পরে গেলে মরে যায় এই ভেবে নামছিলো না । তিনি বলেন খুব সুন্দর করে দমকল বাহিনী বিড়ালটিকে নামিয়েছে ।