পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের নতুন পল্লি কবর খানা এলাকায় স্বপন ব্যানার্জীর বাড়িতে দোতালা বাড়ির সানসাইডে একটি বিড়াল ছানা উঠে যায়, তাই নিয়ে চাঞ্চল্য ছড়ায় এলাকায় । কোনোমতে বিড়ালটি সানসেড থেকে নামতে পারছিলো না ।
এলাকাবাসীরা সোমবার দমকল বিভাগে খবর দিলে তৎক্ষনাৎ দমকলের একটি ইজ্ঞিন ঘটনাস্থলে এসে ২০মিনিটের প্রচেষ্টায় বিড়ালটিকে উদ্ধার করতে সক্ষম হয় । এদিন স্থানীয়রা বলেন রবিবার থেকে বিড়ালটি ওখানে রয়েছে কনোমতে নামতে পারছিলো না ।


সারাদিন ভরে বৃষ্টিতে ভিজজিলো আজও দুপুরে ভিজেছে ,ও নামতে ভয় পাচ্ছে যদি পরে গেলে মরে যায় এই ভেবে নামছিলো না । তিনি বলেন খুব সুন্দর করে দমকল বাহিনী বিড়ালটিকে নামিয়েছে ।