বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

শিশুর ফুসফুসে আটকে থাকা বাঁশি বের করলেন বর্ধমান মেডিক্যাল কলেজের ডাক্তাররা

Published on: February 8, 2022
---Advertisement---

Join WhatsApp

Join Now

পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) কাটোয়া থানার (Katwa) চন্দ্রকোটা গ্রামের ৫ বছরের সাইনুর খাতুন খেলতে খেলতে বাঁশির একটি অংশ গিলে ফেলে। শ্বাসনালী হয়ে ফুসফুসে আটকে যায় বাঁশিটি। এমনভাবে সেটি ফুসফুসে আটকে যায় যে শ্বাস ছাড়ার সময়ে বুকের ভিতর থেকেই বাঁশির শব্দ শোনা যেতে থাকে!

সাইনুরের বাবা ফাইজুল শেখ মেয়েকে নিয়ে প্রথমে যান কাটোয়া মহকুমা হাসপাতালে। সেখান থেকে তাকে পাঠানো হয় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। দ্রুত মেডিক্যাল বোর্ড গঠন করে অপারেশন করার সিধান্ত নেওয়া হয়। ইএনটি বিশেষজ্ঞ ডাঃ রীতম রায়, সার্জেন অসীমকুমার সরকারের নেতৃত্বে অ্যানাস্থেসিস্ট সহ অনান্য নার্সদের নিয়ে শুরু হয় অপারেশন।

ঘন্টা দুয়েক অপারেশন চলে। শেষ পর্যন্ত বেরিয়ে আসে বাঁশিটি। ডাঃ রীতম রায় জানান, অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও জটিল অপারেশনে সাফল্য মিলেছে। এখন সাইনুর বিপদ মুক্ত। তবে এখনও হাসপাতাল থেকে ছাড়া পায়নি। ফাইজুল বলেন, ”ভাবিনি মেয়েকে সুস্থ অবস্থায় আর ফিরে পাবো। ডাক্তারবাবুদের কাছে আমি কৃতজ্ঞ।”

মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার তাপস ঘোষ বলেন, ”মেডিক্যাল টিমের ডাক্তার, নার্স ও অন্যান্য কর্মীরা দ্রুত সিদ্ধান্ত নিয়ে অপারেশন করে ৫ বছরের শিশুর প্রাণ বাঁচিয়েছেন। আমরা গর্বিত। দ্রুত অপারেশন না হলে শ্বাসরোধ হয়ে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারতো।”

Join Telegram

Join Now