ঘুমপাড়ানি গুলি ছুড়ে ধরা হলো দাঁতাল হাতিকে
পূর্ব বর্ধমানের আউশগ্রাম থেকে একটি দাঁতাল হাতি দলছুট হয়ে আজ শান্তিনিকেতনের বল্লভপুর অভয়ারণ্যে প্রবেশ করে। এলাকায় হাতি ঢোকা নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। হাতিটি বল্লভপুর অভয়ারণ্যে তিন নম্বর ঝিলের দিকে ছিল। বন দপ্তরের পক্ষ থেকে হুলা পার্টিরা বর্ধমান ও বাঁকুড়া জেলা থেকে উপস্থিত হয়।
ঘটনার নজর রাখতে বন দফতরের আধিকারিকেরাও উপস্থিত ছিলেন। তবে বিশেষ কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিকালের দিকে হাতিটিকে ঘুম পাড়ানি গুলি ছুঁড়ে ক্রেনের সাহায্যে লরিতে চাপিয়ে বন দপ্তর নিয়ে যায়। প্রাথমিক চিকিত্সার পর হাতিটিকে অনুকূল পরিবেশে ছেড়ে দেওয়া হবে বলে বন দপ্তর সূত্রে জানা গেছে।