বর্ধমানে তৃণমূল কংগ্রেসের জেলা পার্টি অফিসে বিক্ষোভ
আসন্ন পুরভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণার পর থেকে বর্ধমানের বিভিন্ন জায়গায় বিক্ষোভ সংগঠিত করেছিল দলের কর্মী-সমর্থকদের একাংশ। আজকের সেই বিক্ষোভের আঁচ গিয়ে পড়ল একদম দলের জেলা পার্টি অফিসে।
আজ শহরের 19 নম্বর ওয়ার্ডের একদল কর্মী সমর্থক দলের ঘোষিত প্রার্থী শাহাবুদ্দিন খান এর বিরুদ্ধে স্লোগান দিয়ে জেলা পার্টি অফিসের সামনে বিক্ষোভ দেখান তাদের দাবি অবিলম্বে পূরণ করতে হবে নচেৎ আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে পথে নামবে 19 নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মী সমর্থকরা।
এদিনের এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট নেতা ইমরান কায়েম। এদিনের এই বিক্ষোভে জেলা অফিস ঘেরাও করা হয় এবং পরবর্তীতে বর্ধমান থানার আইসির নেতৃত্বে এক বিরাট পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।