বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

রামপুরহাটে তৃণমুলের প্রার্থী তালিকা নিয়ে ব্যাপক ক্ষোভ

Published on: February 5, 2022
---Advertisement---

Join WhatsApp

Join Now

রামপুরহাট পুরসভার (Rampurhat) নির্বাচনে ১৮টি ওয়ার্ডের দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে তৃণমূল। ঘোষিত তালিকা দেখে বেশ কয়েকজন প্রার্থীর অনুগামীরা ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন। কাজ করেও টিকিট পাইনি বলে ঘনিষ্ঠ মহলে ক্ষোভ জানাচ্ছেন তালিকা থেকে বাদ পড়া গতবারের কাউন্সিলররাও।

যেমন, টিকিট পাননি প্রাক্তন উপ পুরপ্রধান সুকান্ত সরকার। এর আগে তিনি ১৬ নম্বর ওয়ার্ড থেকে দাঁড়িয়ে ছিলেন। কিন্তু এবারে ১৬ নম্বর ওয়ার্ড মহিলা সংরক্ষিত হওয়ায় সুকান্তবাবুর আশা ছিল তাঁর স্ত্রী তনুশ্রী সরকারকে প্রার্থী করবে দল। সেই দাবি জানানোও হয়েছিল দলীয় কার্যালয়ে। কিন্তু দাবি মানা হয়নি।

১০ নম্বর ওয়ার্ডের গতবছরের প্রার্থী মীর হান্নান বাপির স্ত্রীকে টিকিট না দেওয়া নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে। এছাড়া ৪ নম্বর ওয়ার্ডের দীর্ঘদিনের কাউন্সিলর আব্বাস হোসেনকে বাদ দেওয়া হয়েছে। যদিও জেলা তৃণমূলের চেয়ারম্যান আশীষ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, কর্মীদের কোথাও কোনও ক্ষোভ নেই।

Join Telegram

Join Now