স্থানীয়দের তৎপরতায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচলো অ্যাম্বুলেন্স ও একটি চারচাকা গাড়ি
স্থানীয়দের তৎপরতায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচলো অ্যাম্বুলেন্স ও একটি চারচাকা গাড়ি। রুগী নিয়ে অ্যাম্বুলেন্স যাচ্ছিল বর্ধমানের দিকে।পিছনে ছিল একটি চারচাকা গাড়ি। বর্ধমান বোলপুর জাতীয় সড়কের নবাবহাটের ১০৮ মন্দিরের কাছে বোলপুর মুখী একটি গাড়ি বেপরোয়া ভাবে যাওয়ার সময় ডানদিকে চেপে দেয়।ফলে দুর্ঘটনায় হাত থেকে বাঁচতে অ্যাম্বুলেন্সটি নিজের বাঁদিকে সরে গেলে পুকুরে নেমে যায়।
একই অবস্থা হয় পিছনে থাকা যাত্রী বোঝাই চারচাকা গাড়িটিরও।অ্যাম্বুলেন্সটি পুকুরের ধারে আটকে গেলেও চারচাকাটি একেবারে পুকুরের জলে নেমে যায়। তলিয়ে যেতে বসা চারচাকা গাড়ির আরোহীদের তৎপরতার সঙ্গে উদ্ধার করেন স্থানীয়রা। তারা বড় বিপদের হাত থেকে বেঁচে গেছেন।অ্যাম্বুলেন্সে থাকা রুগী ও লোকজনকেও স্থানীয়রা উদ্ধার করে। পুলিশ সূত্রে জানাগেছে চারচাকা গাড়িতে চারজন আরোহী ছিলেন।