বর্ধমানে সরস্বতী পুজোর উপকরণ ও প্রতিমা কেনা শুরু আজ থেকেই
দুর্গাপুজোর পর বাঙালির সবচেয়ে বড় উৎসব সরস্বতী পুজো আসন্ন। আগামী শনিবার ছোট বড় নির্বিশেষে সকলে মাধবী বাগদেবীর আরাধনায়।স্কুল-কলেজ করে যাওয়ায় সেখানকার পড়ুয়াদের মধ্যে এখন প্রবল উন্মাদনা।তবে আবহাওয়া দপ্তরের বৃষ্টির ভবিষ্যৎ বাণী আশঙ্কায় রেখেছে আপামর বাঙালি কে।
বাগদেবীর আরাধনায় যাতে কোনো খামতি না থাকে সেকারণে পুজোর উপকরণ ও প্রতিমা কিনতে আজ থেকেই প্রস্তুতি শুরু করেছে তারা।যদিও প্রতিমার দাম ও পূজোর সামগ্রীর দাম বৃদ্ধি পাওয়ায় কিছুটা সমস্যা হলেও বিদ্যার দেবীর আরাধনায় কোনরকম খামতি রাখতে চান না তারা।অন্যদিকে করোনার কারণে গত দু’বছর বাজার মন্দা গেলেও এবছর প্রতিমা বিক্রি ভালোই বলে জানিয়েছে প্রতিমা শিল্পীরা।