বর্ধমানে পোস্টার ঘিরে বিতর্ক
পূর্ব বর্ধমান :- ফের পোষ্টার ঘিড়ে বিতর্ক বর্ধমানের ২১ নং ওয়ার্ডের পাশিখানা এলাকায়।অভিযোগের তীর একে অপরের বিরুদ্ধে। বর্ধমান পৌরসভার, পৌর ভোটের প্রার্থী তালিকা প্রকাশের আগেই ২১ নং ওয়ার্ডের নির্মল ঝিলে ঢোকার মুখে একটি আড়াই বাই চার ফুট সাইজের লাল হলুদ ফ্লেক্স কে কেন্দ্র করে সৃষ্টি হয় বিতর্ক।
ফ্লেক্সে লেখা আছে বর্ধমান পৌরসভার পৌর প্রতিনিধি হিসেবে ২১ নং ওয়ার্ডে কোন প্রকার তোলা বাজ, প্রোমোটার, ও চরিত্রহীন ব্যক্তিকে যে কোনো দলে মানছি না, মানবো না।প্রতিবাদে ২১ নং ওয়ার্ডের সুভোবুদ্ধি সম্পন্ন নাগরিক সমাজ।এই পোস্টারকে ঘিড়েই বিতর্ক। অভিযোগের তীর একে অপরের বিরুদ্ধে।তৃণমূল কংগ্রেসের সাধারন সম্পাদক সরবান মাহাত বলেন এটা বিরোধীদের চক্রান্ত।কদিন থেকে দেখছি বর্ধমানের বিভিন্ন জায়গায় এই ধরনের পোস্টর ঝুলছে।
আজ সকালে এলাকা পরিদর্শনে যাবার সময় এই পোস্টার টি দেখতে পাই।এটা আমাদের মধ্যে বিবাদ সৃষ্টি করতে বিজেপির চক্রান্ত বলে দাবি করেন সারবান। তিনি বলেন আমাদের মধ্যে কোনো গোষ্ঠি দন্দ্বনেই।দল যাকে প্রার্থী করবে আমরা মাথা পেতে নেবো।ভারতীয় জনতা পার্টির জেলা পূর্ব বর্ধমান জেলা সহ সভাপতি ডাক্তার এস আর ব্যানার্জি বলেন বর্ধমানের ৩৫ টি ওয়ার্ড ছেড়ে দিয়ে একটা ওয়ার্ডে বিজেপি পোস্টার মারতে যাবে?
এটা তৃণমূলের নিজের গোষ্ঠি দন্দ্ব।এর আগে এই রকম অনেক পোস্টার পোরেছে। নিজেদের অডিট রোপোটে কি হয়ছে তা তারা নিজেরাই ফাঁস করেছে।নিজেদের মধ্যে মারা মারিও হয়েছে।তৃণমূলের কাছে যখন আর কোন যুক্তি থাকেনা, তখন একটাই যুক্তি বিজেপির চক্রান্ত। এটা আর মানুষ মেনে নেবেনা বলে জানান এস আর ব্যানার্জি।