পশ্চিমবঙ্গে করোনা পরিস্থিতির উন্নতি
কলকাতা-সহ গোটা পশ্চিমবঙ্গের করোনা পরিস্থিতি ব্যাপক ভাবে উন্নতি হল রবিবার। রাজ্যের দৈনিক সংক্রমণ এক ধাক্কায় ৭ হাজারের নীচে এসে গিয়েছে। কলকাতার সংক্রমণও হাজারের নীচে এসে গিয়েছে। রাজ্যে সংক্রমণের হার দশ শতাংশের নীচে চলে গিয়েছে। আরও ২০ হাজার মানুষ এ দিন সুস্থ হয়েছেন।
রাজ্যের কোভিড পরিস্থিতি
স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় গোটা রাজ্যে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৯৮০ জন।এর ফলে এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১৯ লক্ষ ৬৫ হাজার ২৪৫।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২০ হাজার ৪১৮ জন। এর ফলে এখনও র্যন্ত রাজ্যে মোট কোভিডজয়ীর সংখ্যা বেড়ে হয়েছে ১৮ লক্ষ ৩৪ হাজার ৭২৪ জন। গত ২৪ ঘণ্টায় ৩৬ জনের মৃত্যু হয়েছে রাজ্যে। রাজ্যে এখনও পর্যন্ত কোভিডে প্রাণ হারিয়েছেন মোট ২০ হাজার ৩৩৮ জন। রাজ্যে মৃত্যুহার রয়েছে ১.০৩ শতাংশে। কিছু দিন আগেও মৃত্যুহার ছিল ১.২১ শতাংশ।
রাজ্যে বর্তমানে সক্রিয় রোগী রয়েছেন ১ লক্ষ ১০ হাজার ১৮৩ জন। গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৪৭৪ জন সক্রিয় রোগী কমেছে রাজ্যে। রাজ্যে সুস্থতার হার রয়েছে ৯৩.৩৬ শতাংশ।
দৈনিক সংক্রমণের হার দশের নীচে
সংক্রমণের দাপট কতটা রয়েছে সেটা ভালো করে বুঝতে গেলে দৈনিক সংক্রমণের হারের দিকে তাকাতে হয়। প্রতি ১০০ টেস্টে কত জনের রিপোর্ট পজিটিভ হচ্ছে, সেটাকেই সংক্রমণের হার বলে।
গত ২৪ ঘণ্টায় রাজ্যে সংক্রমণের হার এ দিন এক ধাক্কায় দশ শতাংশের নীচে এসে গিয়েছে। এই সময়সীমায় রাজ্যে ৭৩ হাজার ২১৪টি নমুনা পরীক্ষা হয়েছে। ফলত, এ দিন সংক্রমণের হার ছিল ৯.৫৩ শতাংশ।
কলকাতা ও উত্তর ২৪ পরগণার পরিস্থিতি
কলকাতা এবং উত্তর ২৪ পরগণায় অত্যন্ত দ্রুতগতিতে সংক্রমণ কমছে। দুই জায়গাতেই সংক্রমণ হাজারের নীছে এসে গিয়েছে। কলকাতায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৯৭৩ জন, উত্তর ২৪ পরগণায় ৯৬০ জন। এই দুই জেলায় সুস্থ হয়েছেন যথাক্রমে ৫ হাজার ৫১২ এবং ৩ হাজার ৩৬৭ জন। কলকাতায় ১০ আর উত্তর ২৪ পরগণায় ৫ জনের মৃত্যু হয়েছে।
কলকাতায় এখন মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪ লক্ষ ৪০ হাজার ৫৬৫, উত্তর ২৪ পরগণায় মোট আক্রান্ত ৩ লক্ষ ৯৬ হাজার ৩০। কলকাতায় বর্তমানে সক্রিয় রোগী রয়েছেন ২৮ হাজার ৮৩৪ জন এবং উত্তর ২৪ পরগণায় ১৯ হাজার ৩৪৪ জন। দুই জেলায় মৃত্যু হয়েছে যথাক্রমে ৫৪৭৪ এবং ৫১৫১ জনের।
রাজ্যের বাকি জেলার চিত্র
গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গের বাকি ২১টি জেলায় সংক্রমণ এবং আগের দিনের তুলনায় কতটা বাড়ল বা কমল, দেখে নিন।
১) আলিপুরদুয়ার
নতুন করে আক্রান্ত -১৬০
সুস্থ হলেন -১৪২
২) কোচবিহার
নতুন করে আক্রান্ত -১৯৩
সুস্থ হলেন -১৯২
৩) দার্জিলিং
নতুন করে আক্রান্ত -৪৩৩
সুস্থ হলেন -৬২১
৪) কালিম্পং
নতুন করে আক্রান্ত -১৪৬
সুস্থ হলেন -৬২
৫) জলপাইগুড়ি
নতুন করে আক্রান্ত -২২০
সুস্থ হলেন -৩৬৬
৬) উত্তর দিনাজপুর
নতুন করে আক্রান্ত -১৬০
সুস্থ হলেন -৩২৩
৭) দক্ষিণ দিনাজপুর
নতুন করে আক্রান্ত -১৪২
সুস্থ হলেন -২৫৩
৮) মালদহ
নতুন করে আক্রান্ত -৩১৩
সুস্থ হলেন -৬৪৪
৯) মুর্শিদাবাদ
নতুন করে আক্রান্ত -২৬২
সুস্থ হলেন -৪১৯
১০) নদিয়া
নতুন করে আক্রান্ত -৩৪০
সুস্থ হলেন -৭০৮
১১) বীরভূম
নতুন করে আক্রান্ত -৪৪৯
সুস্থ হলেন -৯২৫
১২) পশ্চিম বর্ধমান
নতুন করে আক্রান্ত -১৪৬
সুস্থ হলেন -৭২৮
১৩) পূর্ব বর্ধমান
নতুন করে আক্রান্ত-৩৯৯
সুস্থ হলেন -৭৭২
১৪) বাঁকুড়া
নতুন করে আক্রান্ত -১৬৭
সুস্থ হলেন -৩৬৭
১৫) পুরুলিয়া
নতুন করে আক্রান্ত -১৪৫
সুস্থ হলেন -২৭০
১৬) পূর্ব মেদিনীপুর
নতুন করে আক্রান্ত -১০৭
সুস্থ হলেন -২২৫
১৭) পশ্চিম মেদিনীপুর
নতুন করে আক্রান্ত-১৪৬
সুস্থ হলেন -৪২৮
১৮) ঝাড়গ্রাম
নতুন করে আক্রান্ত -৬৭
সুস্থ হলেন- ১৮৬
১৯) দক্ষিণ ২৪ পরগণা
নতুন করে আক্রান্ত -৪৪৮
সুস্থ হলেন -১,৩০৭
২০) হুগলি
নতুন করে আক্রান্ত -২৩৫
সুস্থ হলেন -১,০১০
২১) হাওড়া
নতুন করে আক্রান্ত -২২১
সুস্থ হলেন -১,১৭৬
উল্লেখিত জেলাগুলির মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু রেকর্ড করা হয়েছে হাওড়া (৬), বীরভূম (৬), দার্জিলিং (২), পশ্চিম বর্ধমান (২), হুগলি (২), উত্তর দিনাজপুর (১), দক্ষিণ দিনাজপুর (১) এবং দক্ষিণ ২৪ পরগণায় (১)।