অবশেষে শুরু হলো বর্ধমান সাহিত্য পরিষদের নিজ ভবনের সংস্কারের কাজ

বর্ধমানের মহারাজা বিজয় চাঁদ কর্তৃক প্রতিষ্ঠিত বর্ধমান সাহিত্য পরিষদ এর নিজ ভবনের সংস্কারের কাজ অবশেষে শুরু করল সংস্থার বর্তমান সদস্য বৃন্দ। শতবর্ষ প্রাচীন এই সংস্থা একসময় বর্ধমান শহরের সাহিত্যপ্রেমী মানুষের অন্যতম গন্তব্যস্থান হয়ে উঠেছিল। শহরের খোসবাগানে সংস্থার নিজ ভবনে সে সময় বহু দিকপাল সাহিত্য অনুরাগী মানুষ তাদের সাহিত্য চর্চা করত। কিন্তু পরবর্তীকালে ওই ভবনে অবস্থিত একটি সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ে এই সাহিত্য সংস্থা,যা গড়ায় আদালত পর্যন্ত। যার ফলস্বরূপ দীর্ঘদিন বন্ধ হয়ে পড়ে থাকে সংস্থার নিজস্ব কক্ষ।

গত 26 ডিসেম্বর উদয়চাঁদ গ্রন্থাগারে সংস্থার উদ্যোগে এক মিলন উৎসবের আয়োজন করা হয় যেখানে স্থির করা হয় এই ভবনটি পুনরায় খোলা হবে এবং তার পূর্ণরূপে সংস্কার করে বর্ধমানের সাহিত্যপ্রেমী মানুষের জন্য খুলে দেওয়া হবে। সেই মোতাবেক আজ থেকে ভবন সংস্কার কাজ শুরু হলো। এ প্রসঙ্গে সংস্থার সম্পাদক কাশীনাথ গাঙ্গুলী বলেন,’ দীর্ঘদিন ধরে আইনি জটিলতার কারণে ভবন সংস্কারের কাজ করা যায়নি। সেই জটিলতা থেকে কিছুটা মুক্তি মিলতেই সংস্কারের কাজে হাত দেওয়া হয়েছে।

সংস্থার সভাপতি মুরারী মোহন কোঙার, নিতাই মুখার্জি, সুজিত চক্রবর্তী, ডঃ দেবেশ ঠাকুর সহ সকল সদস্যের মিলিত প্রচেষ্টায় আগামী দিনে এই ভবন সম্পূর্ণ সংস্কার হয়ে বর্ধমানের সাহিত্য অনুরাগী মানুষের কাছে নতুনভাবে তুলে দেওয়া সম্ভব হবে বলে আমাদের বিশ্বাস। একসময় বহু দুষ্প্রাপ্য বইছিল সংস্থার নিজস্ব গ্রন্থাগারে। সেই গ্রন্থাগারের বহু বই আজ চুরি হয়ে গেছে। আগামী দিনে নতুন করে বই কিনে যাতে সংস্থার গ্রন্থাগারকে সাজিয়ে তোলা সম্ভব হয় এবং সংস্থার ভবনটি যাতে দ্বিতল করা যায়, সেকারণে বর্ধমানের জেলাশাসক এর মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছেও অনুরোধ জানানো হবে বলে জানান কাশিনাথবাবু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *