দামোদরের চড়ে হটাৎই নামলো দুটি হেলিকপ্টার , অবাক বাসিন্দারা
দামোদর নদের চরে নামছে দু’টি হেলিকপ্টার। আকাশযান থেকে নদীর তীরে নামছেন কয়েক জন। কিছু ক্ষণ পর আবার তাঁরা রওনা দিচ্ছেন আকাশপথে। দু’দিন এমন ঘটনার সাক্ষী পূর্ব বর্ধমানের গলসির দাদপুর গ্রামের বাসিন্দারা। আর তাতে তাঁরা তাজ্জব। নদীর তীরে কপ্টার নামতে দেখে অনেকেই কারণ জানতে উত্সুক।পুলিশ অবশ্য বিষয়টিকে ‘সাধারণ ঘটনা’ হিসাবেই দেখছে।
দামোদর নদের চরে প্রথম বার দু’টি কপ্টার নামতে দেখা গিয়েছিল শনিবার। রবিবার বাদ দিয়ে সোমবারও দেখা যায় একই দৃশ্য। দাদপুরের বাসিন্দা সুরেশ হালদার বলেন, ”একটি কপ্টার পাক খাচ্ছিল। অন্যটি নদীর তীরে নামে।” শুভজিত্ ঘোষ নামে আর এক গ্রামবাসী বলেন, ”জনা দশেক লোক কপ্টার থেকে নেমেছিল। আমরা যখন তাঁদের সঙ্গে কথা বলতে যাই তখন তাঁরা হাত নেড়ে আকাশে উড়ে যান।” আকাশচারীদের এমন ‘আচরণ’ ঘিরেই সন্দেহ দানা বেঁধেছে দাদপুরের বাসিন্দাদের একাংশের মনে।
গলসি ব্লকের পাশেই পানাগড়ে রয়েছে বায়ুসেনার ঘাঁটি। পূর্ব বর্ধমানের পুলিশ সুপার কামনাশিস সেন বলেন, ”এটা সাধারণ ঘটনা। ব্যারাকপুর সেনা ঘাঁটি থেকে ওই কপ্টার দু’টি উড়েছিল। পানাগড়ের বায়ুসেনার ঘাঁটিও বিষয়টি জানে।”