ফের এসটিএফের অভিযান বর্ধমানে
ফের এসটিএফের অভিযান বর্ধমানে । এবার ধৃত মাদক কারবারি বাবর মণ্ডলকে নিয়ে বর্ধমানে তার বাড়িতে আসে এসটিএফ।এখানে উল্লেখ্য গত ১০ জানুয়ারি বর্ধমান শহরের উপকন্ঠে মাদক চক্রের হদিশ মেলে। তল্লাশিতে এসটিএফ মাদকের কারখানার সন্ধান পায় । ঘটনায় দু’জনকে গ্রেফতার করে স্পেশাল টাস্ক ফোর্সের আধিকারিকরা।ধৃতরা সম্পর্কে বাবা ও ছেলে।
বাবার নাম বাবর মণ্ডল ও ছেলের নাম রাহুল মণ্ডল।এদের বাড়ি বর্ধমানের ২ নম্বর জাতীয় সড়কের ধারে পালার মোড়ের কাছে গোপালনগর এলাকায়। এসটিএফের অভিযানে দু’জনকে গ্রেফতার করার পাশাপাশি উদ্ধার হয় ১৩ কেজি হেরোইন সহ প্রচুর মাদকের উপকরণ।
বুধবার এসটিএফের দুটি দল বর্ধমানে আসে।একটি দল যায় বাবর মণ্ডলের গোপাল নগরের বাড়িতে। সেখানে বাবর মণ্ডলের স্ত্রী সাবিনা মণ্ডল ও ছোট ছেলে রাজ মণ্ডলকে নিয়ে বর্ধমান শহরের বিবেকানন্দ কলেজ মোড়ের বাড়িতে যায় এসটিএফের দল।সেখানে বাড়িতে ঘন্টা খানেক ধরে বাবর মণ্ডলকে নিয়ে তল্লাশি চালায় এসটিএফ। পাশাপাশি বাড়িতে থাকা একটি বিলাসবহুল দামী চারচাকা গাড়িটিও এসটিএফ সিজ করে নিয়ে যায়। সঙ্গে ছিল বর্ধমান থানার পুলিশ।