আগামী সপ্তাহ থেকে পুনরায় চালু হবে তাঁতবস্ত্রের হাট
পূর্ব বর্ধমান :- বন্ধ হয়ে যাওয়া ভাতার কৃষক বাজারের তাঁতবস্ত্রের হাট আগামী সপ্তাহ থেকে পুনরায় চালু হবে জানালো পূর্ব বর্ধমান জেলা প্রশাসন । করোনা সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে। ভাতার ব্লকের প্রতিদিনই 10 জনের বেশী মানুষ সংক্রমিত হচ্ছে ভাতার ব্লকে।
সেই জন্য ব্লক প্রশাসন ও পুলিশ প্রশাসন সিদ্ধান্ত নিয়েছিল প্রতি সোমবার ভাতার কৃষক বাজারে যে তাঁতবস্ত্রের হাট বসে তা সম্পূর্ণ বন্ধ থাকবে। কিন্তু ব্লক প্রশাসন আবারো সিদ্ধান্ত নেয় যে আগামী সপ্তাহ অর্থাৎ 24/01/ 2022 সাল থেকে পুনরায় শুরু হবে তাঁত বস্ত্রের হাট। কিন্তু সরকারি বিধিনিষেধ নিয়ম মেনে। হাট খোলার খুশিতে কাপড় ব্যবসায়ীরা।