করোনায় আক্রান্ত বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার

এবার করোনায় সংক্রমিত বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কয়েকদিন ধরেই তার মৃদু উপসর্গ দেখা দিয়েছিল। কোভিড পরীক্ষা করা হলে তার রিপোর্ট পজেটিভ আসে। রবিবার তাকে ঢাকুরিয়ার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে চিকিত্সাধীন তিনি ওই হাসপাতালে।রাজ্যজুড়ে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় একের পর এক নেতা, মন্ত্রী ,খেলোয়াড় তারকারা সংক্রমিত হচ্ছেন।
এবার করোনায় সংক্রমিত হলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর মৃদু উপসর্গ রয়েছে বলে জানা গেছে। করোনা পরিস্থিতি নিয়ে সিঁদুরে মেঘ। পরিস্থিতি সামাল দিতে একাধিক ব্যবস্থা নিয়েছে রাজ্য জারি হয়েছে বিধি নিষেধ। দেশের করোনা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ে আলোচনা ছিল। রাজ্যে প্রত্যেকদিন বাড়ছে করোনা সংক্রমণ। ইতিমধ্যেই সর্তক করা শুরু করে দিয়েছে রাজ্য সরকার।
ওমিক্রন নিয়ে উদ্বেগের মধ্যেই এক লাফে দৈনিক সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে। মাত্রাছাড়া সংক্রমণে লাগাম টানতে তত্পর প্রশাসন। সংক্রমণ থাকায় তিনি কোন ঝুঁকি নিতে রাজি হননি তাই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্রের খবর গত কয়েকদিন যারা তার সংস্পর্শে এসেছিলেন তাদের চিকিত্সকদের সঙ্গে পরামর্শ করার পাশাপাশি করোনা পরীক্ষা করানোর অনুরোধ জানিয়েছেন তিনি।