বর্ধমানে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে বিশৃঙ্খলার অভিযোগ
তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে অনুষ্ঠানে প্রবল ভিড়ের মধ্যে হুড়োহুড়িতে অসুস্থ হয়ে পড়লেন কয়েক জন। ঠেলাঠেলিতে সংজ্ঞা হারান এক মহিলা। শনিবার বর্ধমান কার্জন গেট চত্বরে এই অনুষ্ঠান ঘিরে চরম বিশৃঙ্খলার অভিযোগ উঠেছে। যদিও তা অস্বীকার করে স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, কিছুটা হু়ড়োহুড়ি হলেও পরিস্থিতি সামাল দিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, শনিবার ওই অনুষ্ঠানে বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাসের উদ্যোগে বর্ধমান কার্জন গেটের কাছে চারটি অ্যাম্বুল্যান্স, দু’টি শববাহী গাড়ি ও কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা তৃণমূলের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়-সহ অন্যান্যরা। সেই অনুষ্ঠানে কম্বল নিতে প্রায় পাঁচ হাজার পুরুষ-মহিলার জমায়েত হয়েছিল। কম্বল নিতে গিয়ে ঠেলাঠেলি শুরু হয় তাঁদের মধ্যে। ঠেলাঠেলিতে মাটিতে পড়ে গিয়ে জ্ঞান হারান এক মহিলা। বেশ কয়েক জন অসুস্থও হয়ে পড়েন। অসুস্থদের পুলিশের গাড়ি করে বর্ধমান হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
একে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতর শুরু বিজেপি-র জেলা সম্পাদক মৃত্যুঞ্জয় চন্দ্রের দাবি, ”তৃণমূলে শৃঙ্খলা বলে কিছু নেই। এই ঘটনা তারই প্রমাণ। করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় রাজ্য সরকার যখন লকডাউনের কথা ভাবছে, সে সময় তৃণমূল সরকারের বিধায়ক লোক জড়ো করছেন।” যদিও সে দাবি মানতে নারাজ বিধায়ক খোকন দাস। তিনি বলেন, ”অনুষ্ঠানে একটু হুড়োহুড়ি হয়েছিল। পুলিশ সামাল দিয়েছে। কোভিডবিধি মেনেই অনুষ্ঠান হয়েছে। সকলকে মাস্ক বিতরণ করা হয়। সকলে তা পরেই অনুষ্ঠানে এসেছিলেন।”