তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন
আজ বর্ধমান শহর তৃনমূল কংগ্রেসের জয় হিন্দ বাহিনীর কার্য্যালয়ে দলের ২৫ তম প্রতিষ্ঠা দিবস পালিত হয় । শহীদ পরিবারের প্রতি সমবেদনা ও শহীদদের শ্রদ্ধাঞ্জলীর মাধ্যমে দলের পতাকা উত্তোলন করেন বর্ধমান জেলার তৃনমূল জয় হিন্দ বাহিনীর সাধারণ সম্পাদক যোগেশ্বর দাস বৈরাগ্য ।
উপস্থিত ছিলেন শহর জয় হিন্দ বাহিনীর সভাপতি পল্লব দাস , মঙ্গলদীপ দত্ত , শাহানা পারভীন , অনামিকা সাই মণ্ডল , অনিল সাউ , গৌতম দত্ত , প্রমোদ হরিজন , কাঞ্চন কোনার সহ আরও অন্যান্য নেতৃবৃন্দ ।