বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

নতুন করোনা সংক্রমণ প্রায় সাড়ে ৩ হাজার

Published on: December 31, 2021
---Advertisement---

Join WhatsApp

Join Now

রাজ্যে করোনা সংক্রমণ ক্রমশ ঊর্ধ্বমুখী। গত বুধবার থেকে দ্রুত বেড়ে চলা দৈনিক সংক্রমণ শুক্রবার পৌঁছোল সাড়ে তিন হাজারের কাছাকাছি। এর মধ্যে শুধুমাত্র কলকাতাতেই নতুন করে আক্রান্তের সংখ্যা হাজারদুয়েক। তবে মৃতের সংখ্যা এ দিন ফের নেমে এল এক অংকে!

রাজ্যের কোভিড পরিস্থিতি

স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় গোটা রাজ্যে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৪৫১ জন।এর ফলে এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১৬ লক্ষ ৩৮ হাজার ৪৮৫।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৫১০ জন। এর ফলে এখনও পর্যন্ত রাজ্যে মোট কোভিডজয়ীর সংখ্যা বেড়ে হয়েছে ১৬ লক্ষ ৮ হাজার ১১ জন। গত ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু হয়েছে রাজ্যে। রাজ্যে এখনও পর্যন্ত কোভিডে প্রাণ হারিয়েছেন মোট ১৯ হাজার ৭৬৪ জন। রাজ্যে মৃত্যুহার রয়েছে ১.২১ শতাংশে।

রাজ্যে বর্তমানে সক্রিয় রোগী রয়েছেন ১০ হাজার ৭১০ জন। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৯৩৪ জন সক্রিয় রোগী বেড়েছে রাজ্যে। রাজ্যে সুস্থতার হার রয়েছে ৯৮.১৪ শতাংশ।


দৈনিক সংক্রমণের হার বাড়ল

সংক্রমণের দাপট কতটা রয়েছে সেটা ভালো করে বুঝতে গেলে দৈনিক সংক্রমণের হারের দিকে তাকাতে হয়। প্রতি ১০০ টেস্টে কত জনের রিপোর্ট পজিটিভ হচ্ছে, সেটাকেই সংক্রমণের হার বলে।

গত ২৪ ঘণ্টায় রাজ্যে সংক্রমণের হার অনেক বেড়েছে। এই সময়সীমায় রাজ্যে ৪০ হাজার ৮১৩টি নমুনা পরীক্ষা হয়েছে। ফলত, এ দিন সংক্রমণের হার ছিল ৮.৪৬ শতাংশ।

কলকাতা ও উত্তর ২৪ পরগণার পরিস্থিতি

কলকাতা এবং উত্তর ২৪ পরগণা, দু’জায়গাতেই এ দিন সংক্রমণ অনেকটাই বেড়েছে। বিশেষ করে কলকাতায় নতুন করে আক্রান্ত প্রায় দু’হাজারের কাছাকাছি।

মহানগরে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৯৫৪ এবং উত্তর ২৪ পরগণায় ৪৯৬ জন আক্রান্ত হয়েছেন। এই দুই জেলায় সুস্থ হয়েছেন যথাক্রমে ১ হাজার ৩৩২ এবং ২৫৪ জন। কলকাতায় ৪ আর উত্তর ২৪ পরগণায় ২ জনের মৃত্যু হয়েছে।

কলকাতায় এখন মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩ লক্ষ ৩৭ হাজার ৭৬৭, উত্তর ২৪ পরগণায় মোট আক্রান্ত ৩ লক্ষ ৩৭ হাজার ৯১। কলকাতায় বর্তমানে সক্রিয় রোগী রয়েছেন ৪ হাজার ৯২৭ জন এবং উত্তর ২৪ পরগণায় ১ হাজার ৬৪৭ জন। দুই জেলায় মৃত্যু হয়েছে যথাক্রমে ৫৩১৯ এবং ৫০১৬ জনের।

রাজ্যের বাকি জেলার চিত্র

গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গের বাকি ২১টি জেলায় সংক্রমণ কেমন ছিল, দেখে নিন

১) আলিপুরদুয়ার

নতুন করে আক্রান্ত -২

সুস্থ হলেন -৫

২) কোচবিহার

নতুন করে আক্রান্ত -৭

সুস্থ হলেন -১৭

৩) দার্জিলিং

নতুন করে আক্রান্ত -২৬

সুস্থ হলেন -৩৬

৪) কালিম্পং

নতুন করে আক্রান্ত -৫

সুস্থ হলেন -৪

৫) জলপাইগুড়ি

নতুন করে আক্রান্ত -১৬

সুস্থ হলেন -২৪

৬) উত্তর দিনাজপুর

নতুন করে আক্রান্ত -৩

সুস্থ হলেন -৮

৭) দক্ষিণ দিনাজপুর

নতুন করে আক্রান্ত -৮

সুস্থ হলেন -১৫

৮) মালদহ

নতুন করে আক্রান্ত -৬০

সুস্থ হলেন -১৪

৯) মুর্শিদাবাদ

নতুন করে আক্রান্ত -১৫

সুস্থ হলেন -৮

১০) নদিয়া

নতুন করে আক্রান্ত -৫৩

সুস্থ হলেন -৫০



১১) বীরভূম

নতুন করে আক্রান্ত -৩৪

সুস্থ হলেন -৩১

১২) পশ্চিম বর্ধমান

নতুন করে আক্রান্ত -১৩৮

সুস্থ হলেন -৬২

১৩) পূর্ব বর্ধমান

নতুন করে আক্রান্ত-১৫

সুস্থ হলেন -২০

১৪) বাঁকুড়া

নতুন করে আক্রান্ত -১৯

সুস্থ হলেন -১৭

১৫) পুরুলিয়া

নতুন করে আক্রান্ত -৩

সুস্থ হলেন -৫

১৬) পূর্ব মেদিনীপুর

নতুন করে আক্রান্ত -১৫

সুস্থ হলেন -১৫

১৭) পশ্চিম মেদিনীপুর

নতুন করে আক্রান্ত-৩৪

সুস্থ হলেন -২৮

১৮) ঝাড়গ্রাম

নতুন করে আক্রান্ত -৬

সুস্থ হলেন- ৭



১৯) দক্ষিণ ২৪ পরগণা

নতুন করে আক্রান্ত -১২৬

সুস্থ হলেন -৯৩

২০) হুগলি

নতুন করে আক্রান্ত -১১৮

সুস্থ হলেন -৯২

২১) হাওড়া

নতুন করে আক্রান্ত -২৯৮

সুস্থ হলেন -১০১

উল্লিখিত জেলাগুলির মধ্যে গত ২৪ ঘণ্টায় একজন রোগী মারা গিয়েছেন দক্ষিণ ২৪ পরগনায়।

Join Telegram

Join Now