ছাত্র ছাত্রীদের স্কুলে ফেরাতে কর্মসূচি
দীর্ঘ দুই বছর বন্ধ ছিল স্কুলের দরজা। গত 16 ই নভেম্বর খুলেছে স্কুলের দরজা কিন্তু পড়ুয়াদের অনুপস্থিত অনেকটাই চোখে পড়ছে। তাই সমস্ত পড়ুয়াদের ওদের স্কুলমুখী করতে বর্ধমান দু’নম্বর ব্লকে শক্তিগড় সাফদার হাসমি উচ্চ বিদ্যালয়
ছাত্র ছাত্রীদের সঙ্গে নিয়ে বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশীথ কুমার মালিক, বিডিও সুবর্ণা মজুমদার সহ বিভিন্ন আধিকারিক রা সোমবার বিভিন্ন পড়ুয়াদের বাড়ি বাড়ি গিয়ে তাদের সঙ্গে এবং তাদের গার্জেন এর সঙ্গে কথা বলেন এবং সেই সব ছাত্রদের স্কুলে যাবার জন্য বলেন।