কৃষি দপ্তরের পক্ষ থেকে ট্যাবলোর উদ্বোধন
মালদা :- বাংলা শস্য বিমা নিয়ে চাষিদের মধ্যে আগ্রহ তৈরি করতে মালদা শহরের গৌড় রোড এলাকার জেলা কৃষি দপ্তরের পক্ষ থেকে একটি ট্যাবলোর উদ্বোধন করা হয় বৃহস্পতিবার বিকেলে। জেলা কৃষি ভবন থেকে এই ট্যাবলোর উদ্বোধন করেন বাংলা শস্য বিমার ডিস্ট্রিক্ট নোডাল অফিসার নভেন্দু বসাক। ইংলিশবাজার ও পুরতন মালদা দুই পুরসভা-সহ ১৫টি ব্লকে ট্যাবলোটি ঘুরে ঘুরে প্রচার চালাবে।
বাংলা শস্য বিমার আওতায় চাষিরা এলে ক্ষতিপূরণের সব টাকা চাষিরা পেয়ে যাবেন। তা নিয়ে প্রচারা চালাবে এই ট্যাবলো। আপাতত এই জেলায় বাংলা শস্য বিমার আওতায় ১০টি ফসল রয়েছে। তার মধ্যে আলু ও আখ বাদে বাকি ফসলের ক্ষেত্রে বিমার জন্য কোনও প্রিমিয়াম চাষিদের দিতে হবে না। এ ব্যাপারে এগ্রিকালচারাল ইন্সুরেন্স কোম্পানি অফ ইন্ডিয়া লিমিটেডের বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অহিজিৎ দে জানান, ‘রাজ্য সরকার প্রিমিয়ামের টাকা দিয়ে দিচ্ছে।
চাষিরা এই বিমার আওতায় এলে তাঁদের অনেক সুবিধে হবে। বেশি বেশি করে চাষিরা যাতে আসে, সেই লক্ষ্যেই এই ট্যাবলোর মাধ্যমে প্রচার চালানো হচ্ছে।’ ট্যাবলো উদ্বোধনের পর কৃষি ভবনের কনফারেন্স হলে ১৫ ব্লকের এডিএ(অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার)দের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়।