আগ্নেয়াস্ত্র সহ দুই দুষ্কৃতীকে গ্রেফতার করলো CID প্রতিনিধি দল

পূর্ব বর্ধমান:- দুষ্কৃতী হিসেবে পরিচিত ওই এলাকার দুই ত্রাসকে গ্রেফতার করলো CIDর টিম।
মূলত CID সূত্রের খবর অনুযায়ী সোমবার রাতে পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম ব্লকে নোয়াদার ঢাল রেলওয়ে স্টেশন থেকে দুইজনকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করে সিআইডি। ধৃতদের নাম কাজল শেখ ও উত্তম পণ্ডিত। ধৃত দু’জনের বাড়ি আউশগ্রাম থানার শিবদা গ্রামে। ধৃতদের কাছ থেকে তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে সিআইডি অফিসারেরা।

সোমবার রাতে বর্ধমান রামপুরহাট লুপলাইনের নওয়াদার ঢাল স্টেশনের কাছ থেকে দু’জনকে সিআইডি গ্রেপ্তার করে ধৃত কাজল শেখ ও উত্তম পণ্ডিতকে। জানা যায় দীর্ঘদিন যাবত আউশগ্রাম এলাকায় তৃণমূল কর্মী হিসাবে পরিচিত। ধৃতদের প্রথমে বর্ধমান GRP দফতরে নিয়ে আসে, মঙ্গলবার বর্ধমান আদালতে তোলা হয়।