পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দুই মাস ব্যাপী একগুচ্ছ কর্মসূচী
পূর্ব বর্ধমান :- মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মোতাবেক আজ পূর্ব বর্ধমান জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে শোভাযাত্রার মাধ্যমে শুভ সূচনা হলো সেফ ড্রাইভ সেভ লাইফ।
আজ থেকে দুই মাস ব্যাপী চলবে নানান কর্মসূচি,তার মধ্যে যেমন,সেফ ড্রাইভ সেভ লাইফ, ট্যাবলো, শোভাযাত্রা, পথনাটিকা থেকে শুরু করে নানান কর্মসূচি চলবে পূর্ব বর্ধমান জেলাজুড়ে ,জানালেন ডিএসপি ট্রাফিক অতনু ব্যানার্জি।
আজ এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন এনসিসি গ্রুপের ছাত্র ছাত্রীরা, উপস্থিত ছিলেন ডি,এস,পি ট্রাফিক অতনু ব্যানার্জি, ট্রাফিক ইনস্পেক্টর কুদরাত-এ-খুদা। বর্ধমান পারবীরহাটা ট্রাফিক ওসি বিশ্বনাথ পয়েন্ট সহ অন্যান্য পুলিশ আধিকারিক ও কর্মীরা।
আজকের এই শোভাযাত্রাটি বর্ধমান বীরাহাটা মোড় থেকে বর্ধমান কার্জন গেট পর্যন্ত হয়, মানুষকে যেমন সচেতনতা বার্তা দেওয়া হয় তারই পাশাপাশি দুই মাস ব্যাপী চলবে সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি। পুলিশ প্রশাসনের এহন উদ্যোগে খুশি পূর্ব বর্ধমান জেলা সহ শহরবাসী।