বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

ইন্ডিয়ান জার্নালিস্ট এসোসিয়েশনের পক্ষ থেকে বিদায় সম্বর্ধনা

Published on: November 9, 2021
---Advertisement---

Join WhatsApp

Join Now

জেলা তথ্য ও সংস্কতি আধিকারিক কুশল চক্রবর্তীকে বিদায় সম্বর্ধনা দেওয়া হল ইন্ডিয়ান জার্নালিস্ট এসোসিয়েশনের পূর্ব বর্ধমান জেলা শাখার পক্ষ থেকে। সংগঠনের পক্ষ থেকে সম্পাদক অরূপ লাহা, কেন্দ্রীয় কমিটির সদস্য তারকনাথ রায়, রাজ্য কমিটির সদস্য জগন্নাথ ভৌমিক, আমিনুর রহমান, সহ জেলা শাখার প্রতিনিধি পার্থ চৌধুরী, মিথিলেশ রায় ,রাম কুণ্ডু ,পিন্টু প্যাটেল,পাপাই সরকার ,অতনু হাজরা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ।

প্রসঙ্গত ২০১৭ সালে কুশলবাবু এই জেলার তথ্য ও সংস্কৃতি আধিকারিক হিসাবে যোগদান করেন। ইতি পূর্বে তিনি পদোন্নতি পেলেও জেলাতেই থেকে গিয়েছিলেন।কিন্তু বর্তমানে ডেপুটি সেক্রেটারি হিসাবে পদোন্নতি হওয়ায় তাঁকে এখান থেকে বিদায় নিতে হবে।সেই হিসাবেই মঙ্গলবার এই বিদায় সংবর্ধনার আয়োজন। উপস্থিত সাংবাদিকরা প্রত্যেকে স্মৃতি চারণা করতে গিয়ে তাঁর ভূয়সী প্রশংসা করেন। শুধু তাই নয় তাঁর সময় কালে তিনি যেভাবে সংবাদিকদের বিভিন্ন সমস্যায় তাঁদের পাশে দাঁড়িয়ে সমস্যার সমাধান করেছেন তার জন্য সকলেই তাঁকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

শুধু তাই নয় সরকারি কার্ড নেই লোকাল সংবাদপত্রের সাংবাদিকদের পাশেও সমান ভাবে দাঁড়িয়েছেন। কুশল বাবু ইন্ডিয়ান জার্নালিস্ট এসোসিয়েশনের পূর্ব বর্ধমান জেলা শাখাকে ধন্যবাদ জানিয়ে তাঁর সময়কালে তাঁর কাজে তাঁকে সাহায্য করার জন্য সাংবাদিকদের ধন্যবাদ জানান। ভবিষ্যতেও তিনি এই জেলার সাংবাদিকদের সাথে যোগাযোগ রাখবেন বলে জানান।

Join Telegram

Join Now