বাংলাদেশের ঘটনায় মালদা শহর জুড়ে ধিক্কার মিছিল
মালদা :- বাংলাদেশে দূর্গা প্রতিমা, পূজা মন্ডপ ও ইসকন মন্দির ভাঙচুর এবং হিন্দুদের উপর মৌলবাদীদের আক্রমণ, মহিলা ধর্ষণ সহ একাধিক অভিযোগের প্রতিবাদে মালদা শহর জুড়ে ধিক্কার মিছিলে শামিল হল মালদা জেলা সিংহ বাহিনীর সদস্যরা।
বুধবার দুপুরে মালদা জেলা সিংহ বাহিনীর সভাপতি লালটু বিশ্বাসের নেতৃত্বে শতাধিক সদস্য মালদা শহরের রথবাড়ি লোকনাথ মন্দিরের সামনে থেকে মিছিল শুরু করে। এই ধিক্কার মিছিল সারা শহর পরিক্রমা করে মালদা শহরের ফোয়ারা মোড়ে শেষ করে । ধিক্কার মিছিল থেকে বাংলাদেশের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি তোলেন মালদা জেলা সিংহ বাহিনীর নেতৃত্ব।