বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প নিয়ে তত্‍পর রাজ্য সরকার

Published on: October 20, 2021
---Advertisement---

Join WhatsApp

Join Now

স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প নিয়ে তত্‍পর রাজ্য সরকার। এই প্রকল্পকে এগিয়ে নিয়ে যেতে ব্যাংকগুলির সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখার নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনকে। স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে যাতে ঋণ পাওয়ার সংখ্যা বাড়ে সেই জন্য ক্রমাগত ব্যাঙ্কগুলির সঙ্গে যোগাযোগ রেখে চলার নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।

প্রতিটি জেলা শাসককে জেলা সমবায় ব্যাঙ্কের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার কথাও মুখ্যসচিব। এ ছাড়াও বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্ক কর্তৃপক্ষকেও প্রকল্পটির সঙ্গে যুক্ত হওয়ার আবেদন জানিয়েছেন তিনি। উল্লেখ্য উচ্চশিক্ষার জন্য ছাত্র-ছাত্রীদের এই প্রকল্পে ৪ শতাংশ সুদে দশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয়। ৪০ বছর পর্যন্ত স্টুডেন্ট ক্রেডিট কার্ডে লোন নেওয়া সম্ভব।

মঙ্গলবার নবান্ন থেকে জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন মুখ্য সচিব। ওই বৈঠকে তিনি জেলাশাসকদের বলেন, ”ডিস্ট্রিক্ট কো-অপারেটিভ ব্যাঙ্কগুলির উপর আপনারা চাপ দিন যাতে পড়ুয়ারা ঋণ পেতে পারে। বেসরকারি ব্যাঙ্ক ও রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলোর সঙ্গেও আপনারা ক্রমাগত যোগাযোগ রেখে চলুন।” পুজোর আগেই স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের কাজ শুরু করে দিয়েছে সরকার। এবার এই প্রকল্পে গতি আনাই সরকারের লক্ষ্য। এই উদ্যোগে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সঙ্গেও চুক্তিবদ্ধ হয়েছে রাজ্য স্কুল শিক্ষা দফতর।

Join Telegram

Join Now