সাঁওতালি মাধ্যমে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের কলেজে ভর্তির দাবি নিয়ে বিক্ষোভ কর্মসূচি
বৃহস্পতিবার দুপুরে মুর্শিদাবাদের নবগ্রাম থানার অন্তর্গত পলসন্ডা মোড়ে সাঁওতালি মাধ্যমে উচ্চমাধ্যমিক উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের কলেজে ভর্তির দাবি নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করল আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২১-এ সাগরদিঘী ব্লকের চোরদিঘী হাই স্কুল থেকে সাঁওতালি মাধ্যমে উচ্চমাধ্যমিক পাস করেন ৪৫ জন ছাত্র-ছাত্রী।কিন্তু এখনও পর্যন্ত তাঁরা কোনও কলেজে ভর্তি হতে পারেননি। তাঁরা যাতে কলেজে ভর্তি হতে পারেন তার দাবি নিয়ে আজ পলসন্ডা মোড়ে হাজারেরও বেশি আদিবাসী সম্প্রদায়ের মানুষ জমায়েত হয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
আদিবাসী সংগঠন ‘আসেকা’র মুর্শিদাবাদ জেলার সাধারণ সম্পাদক বিমল মুর্মু জানান, ‘আমাদের মূল দাবি ২০২১ সালে সাগরদিঘীর চোরদিঘী হাই স্কুল থেকে যে সমস্ত ছাত্র-ছাত্রীরা সাঁওতালি মাধ্যমে উচ্চমাধ্যমিক পাশ করেছেন তাঁদেরকে অবিলম্বে কলেজে ভর্তির ব্যবস্থা করতে হবে।’ পাশাপাশি সাঁওতালি ভাষাকে যোগ্য সম্মান জানানোর দাবিও জানান তিনি। বিমল মুর্মু আরও বলেন, ‘ছাত্র-ছাত্রীদের কলেজে ভর্তির দাবি নিয়ে আমরা ইতিমধ্যেই নবগ্রামের বিধায়ক কানাই চন্দ্র মন্ডল, তৃণমূল কংগ্রেসের বহরমপুর-মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি শাওনি সিং রায়, রাজ্যের মন্ত্রী তথা সাগরদীঘির বিধায়ক সুব্রত সাহা এবং মুর্শিদাবাদের ডিএম সাহেবের সঙ্গে যোগাযোগ করেছি।
কিন্তু এখনও পর্যন্ত তাঁদের কাছ থেকে কোনও সদুত্তর পাইনি। অবিলম্বে যদি আমাদের ছাত্র-ছাত্রীরা কলেজে ভর্তি হতে না পারে তাহলে আমরা আরও বৃহত্তর আন্দোলনে নামব।’
শুধু ছাত্র-ছাত্রীদের কলেজে ভর্তি নয়, পাশাপাশি এদিন ভুয়ো এসটি সার্টিফিকেট বাতিলের দাবিও জানান তাঁরা। তাঁদের মতে অবিলম্বে ভুয়ো এসটি সার্টিফিকেটধারীদের উপযুক্ত শাস্তি দিতে হবে।