মহালয়ার পুর্ণ্য লগ্নে রক্তদান শিবির
মালদাঃ- উৎসবেও হোক রক্তদান এই শ্লোগানের অঙ্গ হিসেবে আজ ৬ই অক্টোবর ২০২১ মহালয়ার পুর্ণ্য লগ্নে গাজোলের বাগসরাই এ আদর্শবাণী মিশন , আদর্শবাণী শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়, প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে, অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান, চারাগাছ প্রদান, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আসন্ন বাঙালির প্রিয় উৎসব দুর্গাপূজোর দিনগুলোতে বিশেষ করে থ্যালাসেমিয়া, হিমোফিলিয়ার মতো রক্তাল্পতায় ভোগা রোগীদের মুখে হাসি ফোটানোর জন্য এই রক্তদান শিবিরের বিশেষ আয়োজন।
উক্ত শিবিরে ৫ জন মহিলা সহ মোট ৫০ জন রক্তবন্ধু রক্ত দান করেন। রক্তদাতাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ মাননীয় শক্তিপদ পাত্র মহাশয়, গাজোল মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সম্পাদক বিধান রায়, শিল্পপতি দীপক আগরওয়াল, শিল্পপতি গৌতম সরকার,বিশিষ্ট সমাজসেবী ও চক্ষু পরীক্ষক অজিত দাশ, শিক্ষক নাড়ু গোপাল সরকার, সেন্ট জন অ্যাম্বুলেন্স এর সদস্য সুরজিৎ মন্ডল, জাগরণ মালদার কর্ণধার শুভজিৎ দাস, স্কাউট মাস্টার প্রথম সরকার প্রমূখ।
বর্তমান রক্ত সংকটকালীন অবস্থায় প্রয়োজন আরোও রক্তদান শিবিরের আয়োজন। তাই সকলকে রক্তদান শিবির আয়োজন তথা রক্তদানের আহ্বান জানান ভারত স্কাউটস্ অ্যান্ড গাইডস্ মালদা জেলা শাখার জেলা রক্তদান শিবির আহ্বায়ক অনিল কুমার সাহা মহাশয় । সকল দাতাকে ধন্যবাদ জ্ঞাপন করেন আদর্শ বাণী মিশরের চিপ ফাউন্ডার মাননীয় আশুতোষ সরকার মহাশয়। রক্তদান শিবিরের আয়োজনে সহযোগিতার অকৃত্রিম হাত বাড়িয়ে দেন ভারত স্কাউটস্ অ্যান্ড গাইডস্ মালদা জেলা শাখা।