আবারও ভাইরাল রানু মণ্ডল
থাকতেন রানাঘাট স্টেশনে। কিন্তু এখন থাকেন নিজের বাড়িতে। “এক পেয়ার কে নাগমা হ্যায়” গেয়ে সংবাদের শিরনামে উঠে এসে ছিলেন তিনি। সেই সময় চারদিকে শুধু তাঁরই গানের সুর। এই গানটাই তাঁকে পৌঁছে দিয়েছিল জনপ্রিয়তার শীর্ষে।
তিনি আর কেউ নন, রানু মণ্ডল।বাণিজ্যনগরী মুম্বাইতে গিয়ে হিমেশ রেশমিয়ার সঙ্গে কাজ করেছিলেন। এরপর আর ফিরে তাকাতে হয়নি তাঁকে। ২০১৯ সালে প্রত্যেকটি পূজামণ্ডপে বেজেছিল তাঁর গান ‘তেরি মেরি কাহানি’। কিছু বেফাস কার্যকলাপের জন্য হারিয়েছিলেন লাইমলাইট।
এক ঝটকায় যেমন এসেছিলেন, একঝটকায় সরে গিয়েছিলেন। আবার ফায়ার এযেন তিনি। এবার সিংহলী কন্যা ইওহানি ডি’সিলভার গাওয়া জনপ্রিয় গান গাইতে শোনা গেল রানু মণ্ডলকে। শাড়ি বা নাইটি নয়, লাল টি-শার্ট, খোলা চুলে ‘মানিকে মাগে হিথে’! গাইতে দেখা গিয়েছে।
ভিডিওটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। ইতিবাচক এবং নেতিবাচক সব ধরণের মন্তব্য এসেছে। কেউ বলেছেন, সুর ঠিক আছে। উচ্চারণে সমস্যা রয়েছে।আবার কেউ দাবি করেছেন, এত সুন্দর গানটাই নষ্ট হয়ে গেল! ইতিমধ্যেই ইউটিউবে রানুর সেই নতুন ভিউয়ার ৬৩ হাজারের বেশি।