বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

খড়গপুর স্টেশনে উদ্বোধন হলো নতুন ফুটব্রীজের

Published on: September 30, 2021
---Advertisement---

Join WhatsApp

Join Now

সম্পূর্ন হয়েছে খড়গপুর স্টেশনে রেলের দ্বিতীয় ফুট ওভারব্রিজ তৈরির কাজ। বৃহস্পতিবার উদ্বোধন হল। উদ্বোধন করলেন মেদিনীপুরের সাংসদ তথা বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। সুপরিকল্পিতভাবে ব্রিজটি বানানোর ফলে হাজার হাজার রেল যাত্রীর প্রভূত উপকার হবে।

রেল যাত্রীদের দীর্ঘদিনের দাবি ছিল খড়গপুর স্টেশনে নতুন ওভার ব্রিজের।তিন বছর আগে রেলের তরফে আসে অনুমোদন। শুরু হয় কাজ। প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে সেই ফুটব্রিজের কাজ শেষ হয়েছে।

এর আগে দেশের অন্যতম ব্যস্ত এই স্টেশনে একটিই মাত্র ফুটব্রিজ ছিল। তাও অনেক সংকীর্ণ। ফলে ব্যস্ত সময় সমস্যায় পড়তেন যাত্রীরা। নয়া ফুটব্রিজের দুই পাশে নতুন টিকিট কাউন্টার করার কথাও জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার দিলীপ ঘোষ উদ্বোধন করলেন এই ব্রিজের। আমন্ত্রিত হয়েছেন খড়গপুর সদরের বিধায়ক হিরণ। উপস্থিত ছিলেন দক্ষিণ পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অর্চনা জোশী। যদিও তাত্‍পর্যপূর্ণ ভাবে অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি খড়গপুরের পৌরপ্রশাসক প্রদীপ সরকার।

যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। সরকারি অনুষ্ঠানের রাজনীতিকরণের অভিযোগ এনে তাঁর বক্তব্য, শুধুমাত্র গেরুয়া-রাজনীতির চাপে রেল শহরের পৌর প্রশাসককে আমন্ত্রণ জানানো হয়নি।

Join Telegram

Join Now