বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

অনলাইনে শাড়ির ব্যবসা রচনা ব্যানার্জির , সমালোচনা ছোট ব্যবসায়ীদের

Published on: September 25, 2021
---Advertisement---

Join WhatsApp

Join Now

কয়েকদিন আগেই তিনি ঘোষণা করেছিলেন, বড়সড় সারপ্রাইজ নিয়ে খুব শিগগিরই হাজির হবেন তাঁর অনুরাগীদের সামনে। কথা দিয়ে কথা রাখলেনও। কিন্তু তাঁর বড়সড় চমক দেখে রীতিমতো ক্ষুব্ধ একাংশের মানুষ।
অভিনেত্রী, সঞ্চালিকা রচনা ব্যানার্জি অনলাইনে শাড়ির ব্যবসা শুরু করেছেন।’রচনা’স ক্রিয়েশন তাঁর বুটিকের নাম। সম্প্রতি নিজের বুটিকের সম্ভার দেখাতে একটি লাইভ করেছিলেন তিনি।

প্রথম লাইভেই হাজার হাজার লাইক, কমেন্ট এবং শেয়ার। সেলেব্রিটির কাছ জিনিস কেনার মজা উপভোগও করছিলেন কয়েকজন। কিন্তু এই দেখেই রীতিমতো রেগে টেগে ফুঁসে উঠলেন ছোট ব্যবসায়ী থেকে ছোট ছোট বুটিকের মালিকেরা। তাঁদের সকলের দাবি, অভিনেত্রী চড়া দামে শাড়ি বিক্রি।

সেই শাড়ি কমদামে বিক্রি করলেও অনেকেই ভরসা করে কেনেন না। তিনি তারকা হয়েও কেন এই পথে আসবেন! তারকারাও যদি এই পথে এসে ব্যবসা শুরু করেন, তাহলে তাঁরা কীভাবে ব্যবসা করে সংসার চালাবেন? রচনা ব্যানার্জির সেই লাইভের স্ক্রিনশট ঘুরছে ছোট ব্যবসায়ীদের দেওয়ালে দেওয়ালে।

যদিও এতকিছুর পরেও অভিনেত্রী নিজের তরফে কোনও মন্তব্য করেননি। কিন্তু তাঁর সমর্থনে এগিয়ে এসেছেন আরও বহু মানুষ। তাঁদের যুক্তি, তারকা হয়েও ব্যবসা করা যাবে না এমনটা কোথাও লেখা নেই। সর্বোপরি, করোনার প্রভাব সকলের উপরেই পড়েছে।

এর আগে লোপামুদ্রা মিত্র, সুদীপা চ্যাটার্জিরাও শাড়ির বুটিক খুলেছেন। দাম যাই হোক, আর পাঁচজনের তাঁদের বুটিকও রমরমিয়ে চলছে। তাহলে বিশেষ করে রচনা ব্যানার্জিকে ট্রোল বা সমালোচনা করা হচ্ছে কেন!

Join Telegram

Join Now