বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারকে নিরাপত্তা দিল কেন্দ্র

Published on: September 25, 2021
---Advertisement---

Join WhatsApp

Join Now

সদ্যই রাজ্য বিজেপির সভাপতির দায়িত্ব পেয়েছেন বালুরঘাটের সংসদ সুকান্ত মজুমদার (Sukanta Majumder)। এবার জেড ক্যাটেগরির নিরাপত্তা পেলেন তিনি। তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকবেন মোট ৩৫ জন নিরাপত্তারক্ষী।রাজ্য বিজেপি সভাপতির (BJP State President) দায়িত্ব কাঁধে নিয়েই ভোট প্রচারে নেমে পড়েছেন সুকান্ত মজুমদার।

ভবানীপুরের প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের হয়ে বাড়ি বাড়ি প্রচার করছেন। বিভিন্ন জায়গায় বাধার মুখেও পড়ছেন। সম্প্রতি দু’বার পুলিশি বাধার মুখে পড়তে হয়েছে সুকান্তবাবুকে। কার্যত ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে। হাতাহাতিতেও জড়িয়েছিলেন তাঁরা। সেই কারণেই এবার সাংসদ তথা রাজ্য বিজেপির সভাপতিকে জেড ক্যাটেগরির নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্র।

জানা গিয়েছে, আজ অর্থাত্‍ শনিবার থেকেই নিরাপত্তা পাচ্ছেন তিনি। তবে এখনও নিরাপত্তার দায়িত্বে থাকা সমস্ত জওয়ানরা পৌঁছননি। আগামিকালের মধ্যে পুরো টিম পৌঁছে যাবে বলেই আশা করা হচ্ছে। মোট ৩৫ জন থাকবেন সুকান্ত মজুমদারের নিরাপত্তার দায়িত্বে। তবে এক একসময়ে থাকবেন ১৫ জন করে। নিয়ম অনুযায়ী, সাংসদ হিসেবে আগে ওয়াই প্লাস ক্যাটেগরির সুরক্ষা পেতেন সুকান্ত। নতুন দায়িত্বের পাশাপাশি বাড়ল নিরাপত্তাও।

উল্লেখ্য, প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল নভেম্বরে। ফলত ওই পদে নতুন কে আসবেন, তা নিয়ে জল্পনা চলছিলই। এই সবের মধ্যে ১৪ সেপ্টেম্বর বিজেপির রাজ্য সভাপতি পদে নতুন নাম ঘোষণা করে বিজেপি। জানা যায়, সুকান্ত মজুমদার হচ্ছেন বিজেপির সভাপতি। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদবিদ্যায় পিএইচডি করেছেন তিনি। উত্তরবঙ্গের সাংসদকে দলের সংগঠনের দায়িত্ব দেওয়ার ঘটনাকে বেশ তাত্‍পর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

Join Telegram

Join Now