বিনামূল্যে ফাইলেরিয়া রোগ নির্ণায়ক পরীক্ষা শিবির
মালদাঃ- বিনামূল্যে ফাইলেরিয়া রোগ নির্ণায়ক পরীক্ষা শিবির বৃহস্পতিবার দুপুর থেকে শুরু হল পুরাতন মালদায়। এদিন পালপাড়া আইসিডিএস সেন্টারে ওই শিবিরের উদ্বোধন করেন পুরাতন মালদা পুরসভার চেয়ারম্যান বৈশিষ্ট ত্রিবেদী।
৬থেকে ৭ বছরের শিশুদের ফাইলেরিয়া রোগ নির্ণয় পরীক্ষা করা হয় এখানে। বৈশিষ্ট্য ত্রিবেদী বলেন, এদিন শহরে এই প্রথম এই রোগ নির্ণয় পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো। জেলা স্বাস্থ্য দপ্তর এবং এসবিসিসি সেলের যৌথ উদ্যোগে এই রোগ নির্ণয় শিবির।