বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

কাঞ্চননগরে ভোট পরবর্তী হিংসায় বিজেপি কর্মী খুনের তদন্তে CBI প্রতিনিধি দল

Published on: September 22, 2021
---Advertisement---

Join WhatsApp

Join Now

পূর্ব বর্ধমান :- ভোট পরবর্তী হিংসায় হাইকোর্টের নির্দেশে তদন্ত শুরু করেছে সিবিআই। বুধবার বর্ধমান শহরের বেলপুকুর এলাকায় তদন্তে যায় চার সদস্যর সিবিআই টিম। তারা এদিন দুপুরে বেলিপুকুর এলাকায় ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মৃত নাড়ায়ণ চন্দ্র দে পরিবারের সাথে ঘটনার বিষয় নিয়ে কথা বলেন তারা। এই সিবিআই টিমের সাথে ছিল বিশাল কেন্দ্রীয় বাহিনী ও বর্ধমান থানার আধিকারিকরা। জানা গেছে, বর্ধমানের ভোটের পরের দিন ১৮ মে বেলপুকুর এলাকায় রাজনৈতিক সংঘর্ষ হয়।

সেদিন স্থানীয় বিজেপি নেতা ও পেশায় টোটো চালক নারায়ন চন্দ্র দে বাড়ি ফেরার সময় সংঘর্ষের মধ্য পড়ে যান। তাতেই গুরুত্বর ভাবে আহত হন এবং পুলিশ তাকেই গ্রেপ্তার করে নিয়ে যায়। ৬ জুন বর্ধমান হাসপালে মারা যান নারায়ন বাবু।তারি তদন্ত করতে কিভাবে মারা গেলো কি কি হয়েছিলো কোথাও অভিযোগ জানানো হয়েছিলো কিনা সমস্ত বিষয় নিয়ে পরিবারের সাথে কথা বলেন এই চার সদস‍্যের সিবিআই টিম।এ বিষয়ে পরিবারের লোকের সাথে কথা বলতে গেলে তিনি কিছু বলতে চাননি ক‍্যামরার সামনে।

Join Telegram

Join Now