বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

লক্ষীর ভান্ডার প্রকল্পের ৫০০ টাকা পেতে গিয়ে অ্যাকাউন্ট থেকে উধাও ৫০০০ টাকা

Published on: September 17, 2021
---Advertisement---

Join WhatsApp

Join Now

রাজ্য সরকারের নতুন প্রকল্প লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ৫০০ টাকা পাওয়ার জন্য আবেদন করে নিজেদের একাউন্ট থেকে উধাও হয়ে গেলো ৫০০০ টাকা। এমনিই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুর মহিষাদল ব্লকের এক্তারপুরে এলাকায়। এলাকার একই পরিবারের ছয়জন মহিলার একাউন্ট থেকে পাঁচজনের ৫০০০ টাকা করে আর একজনে ১৫০০ টাকা মোট ২৬৫০০ টাকা উধাও হয়ে গিয়েছে।

অভিযোগ, গত ১৫ ই সেপ্টেম্বর মহিষাদল ব্লকের এক্তারপুর এলাকার দুয়ারে সরকারের শিবির হয়েছিলো। সেই শিবিরে জানা পরিবারের পাঁছ মহিলা তাদের লক্ষ্মীর ভান্ডারের দুটি ম্যাসেজ কেনে ঢুকছে না জানতে যায়। সেখানে তাদের নাম ও ফোন নম্বর নেওয়া হয়। পরের দিন অর্থাত্‍ ১৬ সেপ্টেম্বর বাড়িতে গিয়ে কাগজপত্র নেওয়ার পাশাপাশি আঙুলের ছাপ নেয়।

পরে দেখা যায় তাদের একাউন্ট থেকে ৫০০০ করে টাকা কেটে নেওয়া হয়ছে বলে অভিযোগ। একাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয়েছে জানতে পেরে বিষয়টি মহিষাদল থানায় জানানো হয়। পুলিশ ঘটনার তদন্তে নেমে মহিষাদলের গোপালপুরের বাসিন্দা তুষার অধিকারী নামক এক যুবককে আটক করেছে পুলিশ। মহিষাদল থানার ওসি স্বপন গোস্বামী জানিয়েছেন বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে। মহিষাদল পঞ্চায়েত সমিতি বিডিও যোগেশ চন্দ্র মন্ডল জানান, ঘটনার খবর পেয়েছি। অভিযুক্তের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। পুলিশ ঘটনার তদন্তের করে ব্যবস্থা গ্রহনের কথা জানানো হয়েছে। আমরা সরকারি নিয়ম মেনেই দুয়ারে সরকারের শিবির ১৫ ই সেপ্টেম্বর শেষ করেছি। এর ঘটনার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই।

Join Telegram

Join Now