লক্ষীর ভান্ডার প্রকল্পে আবেদনের পর মেসেজ না আসলে কি করবেন দেখুন
আপনি কি লক্ষীর ভান্ডারের ফর্ম ফিলাপ করেছিলেন অথচ আপনার মোবাইলে কোনো রকম এসএমএস আসেনি? অনেকেই ধরনের সমস্যা হওয়ায় জানতে চাইছেন তাহলে এখন কি উপায়। ফর্ম ফিলাপ করা সত্ত্বেও মোবাইলে এসএমএস না আসায় বাড়ির অনেক মহিলারাই চিন্তায় রয়েছেন।অনেকে জানতে চাইছেন তাহলে এখন উপায় কী?
কোথায় গেলে কিভাবে জানা যাবে। অনেকেই জানাচ্ছেন ফর্ম ফিলাপের দশ দিন ১৫ দিন হওয়া সত্বেও এসএমএস আসেনি।তারা এর পরবর্তীতে কি করবেন কোথায় যাবেন কিছুই বুঝে উঠতে পারছেন না। এসএমএস যদি না আসে তাহলে কি কি করবেন জানুন
অনেকের এসএমএস আসছে অনেকের আবার আসছে না কিন্তু কেন?
ফর্ম ফিলাপের সময় যদি আধার কার্ড,মোবাইল নাম্বার বা স্বাস্থ্য সাথী কার্ড এর নম্বর ভুল দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু এসএমএস আসার সম্ভাবনা কম রয়েছে। আবার এসএমএস নাও আসতে পারে। আবার অপরদিকে যেহেতু দুয়ারের সরকারের প্রচুর ফর্ম জমা পড়ছে তার জন্য এনরোলমেন্ট হতে একটু বেশি সময় লাগতে পারে।
তার জন্য আপনাদের একটু ধৈর্য ধরতে হবে। অনেকে ভাবছেন দুয়ারে সরকারের ক্যাম্পে গেলে হয়তো সহযোগিতা পাবেন। কিন্তু একদমই ঠিক নয়। দুয়ারের সরকার ক্যাম্প এই বিষয়ে কোনো সহযোগিতা করা হবে না।কারণ দুয়ারে সরকার ক্যাম্পের লক্ষীর ভান্ডার প্রকল্পের ফর্ম দেওয়া এবং জমা নেওয়ার কাজ চলছে।
এবার আপনারা হয়তো ভাবছেন তাহলে আপনারা কোথায় যোগাযোগ করবেন
আপনি যদি পঞ্চায়েত এলাকায় বসবাস করেন সেক্ষেত্রে পঞ্চায়েত অফিসে যেতে হবে আপনাকে।সরকারি যারা আধিকারিক রয়েছেন তাদের সাথে কথা বলতে হবে।আর যদি আপনি পঞ্চায়েত অফিসে না যেতে চান তাহলে আপনার সমস্ত তথ্য নিয়ে আপনি যেতে পারেন বিডিও অফিসে। বিডিও অফিসে গিয়ে আপনি জিজ্ঞাসা করতে পারেন আপনার এসএমএস কেন আসছে না। অথবা আপনার ফর্ম বাতিল হয়েছে কিনা তাও জেনে নিতে পারেন।
আশা করা হচ্ছে আপনাকে সরকারি আধিকারিকের সাহায্য করবেন। আর আপনি যদি শহরে বসবাস করেন তাহলে আপনাকে এসডিও অফিসে যোগাযোগ করতে হবে অথবা আপনি পৌরসভাতেও যোগাযোগ করতে পারেন। বর্তমানে লক্ষীর ভান্ডার যা কাজ হচ্ছে সবই অফলাইনে হচ্ছে।সবকিছু করার পরও যদি কোনরকম সহযোগীতা না পেয়ে থাকেন তাহলে আপনি আপনার মোবাইলে দুয়ারে সরকার সার্চ করবেন।
ওয়েবসাইটে গিয়ে দেখবেন নিচের দিকে লেখা রয়েছে contact with us। আপনারা পেয়ে যাবেন দুটি নম্বর দুটি হল (১০৭০/০৩৩-২২১৪৩৫২৬) এছাড়াও একটি ইমেইল আইডি রয়েছে । ওই মেইল আইডিতে আপনারা মেইল করে আপনাদের সমস্যার কথা জানাতে পারেন।