ভাতা না পেলে পুজো বন্ধ , হুশিয়ারি দিলেন পুরোহিতরা
মালদা :- আগে ভাতা তারপর পুজো।ভাতা না পেলে পুজো বন্ধ রাখাও হুশিয়ারি দিলেন পুরোহিতেরা। আসন্ন শারদীয়া উৎসবের আগে হুমকি বঙ্গীয় পুরোহিত সভা মালদা শাখার। এই মর্মে সোমবার শহরে মিছিল করল পুরোহিতরা।
শহরের পুরাটুলি বাঁধ রোড থেকে এই মিছিল শুরু করেন গোটা মালদা শহর পরিক্রমা করে মালদা জেলা পোস্ট অফিসের সামনে জমায়েত হয়।
এরপর সকল পুরোহিতের ভাতা প্রদান, বিপিএল তালিকাভুক্ত করতে হবে ও বিগত কয় মাস থেকে ভাতা পাছেন না সহ একাধিক দাবি নিয়ে জেলা শাসকের হাতে একটি দাবি সনদ তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে।