আউসগ্রামে দুষ্কৃতীদের গুলিতে খুন তৃণমূল নেতা

বর্ধমান :- দুষ্কৃতীদের ছোড়া গুলিতে খুন হলেন আউশগ্রামের দেবশালা পঞ্চায়েতের প্রধানের ছেলে চঞ্চল বক্সি। গেঁড়াইয়ে রাজনৈতিক কর্মসূচি সেরে বাবা শ্যামল বক্সিকে বাইকে চাপিয়ে নিয়ে বাড়ি ফিরছিলেন চঞ্চলবাবু। সেসময় আউশগ্রামের গেঁড়াইয়ের জঙ্গলে তাদের লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। হাতে ও পীঠে গুলি লাগে চঞ্চল বক্সির।
সঙ্গে সঙ্গে বাইক নিয়ে রাস্তায় লুটিয়ে পড়ে বাবা ও ছেলে। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছান দলীয় কর্মীরা। তারা উদ্ধার করে তড়িঘড়ি চিকিৎসার জন্য জামতাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা। ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশবাহিনী।
মঙ্গলকোটের পর আবারও শাসক দলের নেতা খুন। তৃণমূলের দাবি বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের এই খুন করেছে। বিজেপি অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে, তারা জানিয়েছে তাদের গোষ্ঠীদ্বন্দ্বের ফলে এই খুন হয়েছে।