বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

এখন থেকে ৬০ শতাংশ নম্বর পেলেই বিবেকানন্দ স্কলারশিপ পাবে পড়ুয়ারা

Published on: September 2, 2021
---Advertisement---

Join WhatsApp

Join Now

করোনা (Coronavirus) আবহে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, মাদ্রাসা, হাই মাদ্রাসা, আলিম, ফাজিল – হলে বসে কোনও পরীক্ষাই হয়নি। আগের বিভিন্ন সময়ে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ছাত্রছাত্রীদের চূড়ান্ত মার্কশিট তৈরি করেছে বোর্ড। প্রতিটি পরীক্ষাতেই এবার পাশের হার ১০০ শতাংশ।মাধ্যমিক, উচ্চমাধ্যমিকে সর্বোচ্চ স্কোরও ৯৯ শতাংশের বেশি।

৯০ শতাংশের উপরে নম্বর পেয়েছে অনেক পড়ুয়াই। রাজ্য সরকারের তরফে সেসব কৃতীদের সংবর্ধনা অনুষ্ঠান ছিল বৃহস্পতিবার। তবে করোনা পরিস্থিতিতে গত বছরের মতো এ বছরও সেই অনুষ্ঠান হল ভারচুয়ালি। নবান্ন থেকে ভারচুয়ালি ছাত্রছাত্রীদের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। সংবর্ধনা অনুষ্ঠানে ১৭০০ জনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তাদের প্রত্যেককে ল্যাপটপ উপহার দিলেন মুখ্যমন্ত্রী।

তবে এদিনের সংবর্ধনা অনুষ্ঠানে পড়ুয়াদের জন্য আরও গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। জানালেন, এখন থেকে ৬০ শতাংশ নম্বর পেলেই বিবেকানন্দ স্কলারশিপ (Scholarship) পাবে পড়ুয়ারা। আগে এই বৃত্তি পেতে হলে ন্যূনতম ৭৫ শতাংশ নম্বর পেতে হতো। তবে রাজ্য়ে উচ্চশিক্ষার বিস্তারে এই নিয়ম আরও শিথিল করে দিলেন মুখ্যমন্ত্রী। আর তাঁর এই ঘোষণায় উচ্ছ্বসিত ছাত্রছাত্রীরা।

Join Telegram

Join Now