প্রাণ হাতে নিয়ে পেরোতে হচ্ছে রেল লাইন
একদিকে যখন তৈরি হয়নি রেলের আন্ডারপাস। তখনই স্বাস্থ্য পরীক্ষার জন্য এক মাসের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে ফ্লাইওভার। দুয়ের সাঁড়াশি চাপে নাকাল সাধারণ মানুষ। প্রাণ হাতে নিয়ে পেরোতে হচ্ছে রেললাইন। এই ছবি ধরা পড়েছে মালদা শহরে রথ বাড়িতে। উল্লেখ্য ইংরেজবাজার শহরের রথবাড়ি রেলওয়ে আন্ডারপাসের প্রায় দেড় বছর ধরে কাজ চলছে এখনো অবধি তা শেষ হয়নি।
রেললাইনের ওপারে ইংরেজবাজার পৌরসভার 24, 25 ,28, 29 , নাম্বার ওয়ার্ড, পাশাপাশি অমৃতি, শোভানগর ,মানিকচক , এলাকার মানুষের বসবাস রয়েছে। একমাত্র মাধ্যম ছিল চলাফেরার ক্ষেত্রে রথবাড়ি ফ্লাইওভার । রেলের আন্ডারপাস কাজ দেড় বছর ধরে চলছে ইতিমধ্যেই মানুষ ফ্লাইওভার দিয়ে চলাফেরা করত । কিন্তু আগস্ট মাসের 25 তারিখ থেকে জেলা প্রশাসন ফ্লাইওভারের সংস্কারের জন্য যান চলাচল নিষিদ্ধ করেছেন। যার ফলে মানুষদেরকে এর রেল লাইন উপর দিয়েই পারাপার করতে হচ্ছে।