বন্ধ জুটমিল খোলার দাবিতে বিক্ষোভ ও অবরোধ
বন্ধ হয়ে থাকা জুটমিল খোলার দাবিতে বামপন্থী শ্রমিক সংগঠনের ডাকা বিক্ষোভ ও অবরোধ। আজ 30 আগস্ট সোমবার চেঙ্গাইল প্রেমচাঁদ জুট মিলের সামনে বামপন্থী শ্রমিক সংগঠন বি সি এম ইউ, সি আই টি ইউ, টি ইউ সি সি সহ একাধিক বামপন্থী শ্রমিক ইউনিয়নের পক্ষহতে বিক্ষোভ মিছিল ও মিলগেটের সামনে অবস্থান বিক্ষোভ করা হয়।উল্লেখ্য গত ইংরেজি 6ই জুন 2021থেকে চেঙ্গাইল প্রেমচাঁদ জুটমিল বন্ধ আছে।
বর্তমান পরিস্থিতিতে শ্রমিকদের রুটিরুজির দাবিতে যাতে অবিলম্বে মিল খোলা যায় তার জন্যে এই অবস্থান বিক্ষোভ বলে জানান বামপন্থী শ্রমিক ইউনিয়নের নেতারা।এই অবস্থান ও বিক্ষোভ মিছিলের নেতৃত্বে ছিলেন শ্রমিক নেতা নারায়ন সান্যাল, হবিবর রহমান, তাপস মন্ডল,হাতেম মোল্লা,আশিষ মন্ডল,সামসুল মিদ্দে,দিলীপ মন্ডল প্রমুখ।পরে উলুবেড়িয়া থানার পুলিশ এসে অবরোধ তুলে দেয়।