ভাঙ্গন পরিস্থিতি পরিদর্শন করলেন সংযুক্ত মোর্চার প্রতিনিধি দল
মালদা :- মালদা জেলা মানিকচকে ভাঙ্গন পরিস্থিতি পরিদর্শন করলেন সংযুক্ত মোর্চার প্রতিনিধি দল । মালদা জেলার মানিকচক ব্লকের ভুতনি চরের কেশবপুর এলাকায় বিগত কিছুদিন আগের বাঁধের একাংশ গঙ্গা নদীগর্ভে তলিয়ে যায় , পাশাপাশি গদাই চরের কয়েকশো পরিবার গঙ্গা নদীর জলে বন্যায় প্লাবিত হয় । বর্তমানে বানবাসীরা ভুতনির হীরানন্দপুর বাঁধে ঠাঁই নিয়েছে ।
এদিন সংযুক্ত মোর্চা তরফ থেকে সিপিআইএমের পলিটব্যুরোর সদস্য মোহাম্মদ সেলিম ,রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আইএসএফের ভাঙ্গর বিধানসভার বিধায়ক নওশাদ সিদ্দিকী সহ মালদা জেলা সিপিএইএমের জেলা সম্পাদক অম্বর মিত্র , বামফন্টের শ্রমিক সংগঠনের জেলা সম্পাদক দেবজ্যোতি সিনহা,বামফন্ট নেতা শ্যামল বসাক এবং নেতা কর্মীরা ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন ও সাধারণ মানুষের সাথে কথা বলেন । তবে এদিনের পরিদর্শনের কংগ্রেসের তরফ থেকে কোন প্রতিনিধি উপস্থিত ছিল না ।
সাধারণ মানুষের ও বানভাসি মানুষদের অসুবিধার কথা শুনেন এই প্রতিনিধি দলের সদস্যরা । পাশাপাশি ভুতনি চরের মানুষকে আশ্বাস দেন তাদের অসুবিধার কথা ও ভাঙ্গনে দুরবস্থা পরিস্থিতি আমারা বিধানসভায় ও রাজ্যসভায় তুলে ধরবো ।
রবিবার দুপুরে ভুতনির কোশিঘাট এলাকার ভাঙ্গন পরিদর্শনের শেষে, সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, মোহাম্মদ সেলিমরা বলেন , মালদায় ভাঙ্গনের অবস্থা খুব ভয়াবহ । রাজ্য এবং কেন্দ্র সরকারের অবহেলার ফলে ভুতনি চরের মানুষের দুরবস্থা ।
বালির বস্তা দিয়ে ভাঙ্গন রোধ সম্ভব নয় । ভাঙ্গন রোধের জন্য সঠিক পরিকল্পনা দরকার । আমরা ভাঙ্গনের সমস্যা এবং মানুষের অসুবিধার কথা রাজ্যসভায় ও বিধানসভায় তুলে ধরবো।