বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

কৃষকদের জন্য কৃষক স্পেশাল ট্রেনের আনুষ্ঠানিক সূচনা

Published on: August 28, 2021
---Advertisement---

Join WhatsApp

Join Now

কৃষকদের জন্য কৃষক স্পেশাল ট্রেনের আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা শান্তিপুর স্টেশনে উপস্থিত ছিলেন পূর্ব রেলওয়ে ডিআরএম ও রানাঘাট সাংসদ জগন্নাথ সরকার।উল্লেখ্য গত কয়েক মাস আগে রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সংসদ রেল দপ্তরে একটি চিঠি করেছিলেন কৃষকদের জন্য স্পেশাল ট্রেন চালু করার দাবিতে।

আজ তার আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা হলো শান্তিপুর ফ্রেন্ড স্টেশন থেকে। বিজেপি সাংসদ জগন্নাথ সরকার জানান,, কৃষকদের কথা মাথায় রেখেই এই চিন্তা ভাবনা তার। লোকাল ট্রেনে ভ্যানডার বগিতে করে কৃষকদের এতদিন যাতায়াত করতে হতো জেলার বিভিন্ন প্রান্তে। যার কারণে খুবই উদ্বেগের মধ্যে পরত কৃষকরা।

কৃষকদের পক্ষ থেকে তাকে মৌখিকভাবে জানানো হয়েছিল এরপরেই তিনি রেল দপ্তরে একটি চিঠি করে আবেদন করেন। এরপরই রেলের পক্ষ থেকে তার সারা মেলায় এখন তা বাস্তবায়িত হবার দরুন রেল দপ্তরের কাছে তিনি কৃতজ্ঞ বলে জানান। কৃষকদের কথা মাথায় রেখেই রেল দপ্তর যে চিন্তাভাবনা করেছে তা খুবই প্রশংসনীয়।

এদিন কৃষক স্পেশাল ট্রেনের শুভ উদ্বোধনের অনুষ্ঠানে শান্তিপুর রেলস্টেশনে উপস্থিত ছিলেন রেলের উচ্চপদস্থ আধিকারিক সহ রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সংসদ জগন্নাথ সরকার। রেল সূত্রে খবর, আজ আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা হলেও কয়েকদিনের মধ্যেই এই কৃষক স্পেশাল ট্রেন পুরোপুরি চালু হবে।

Join Telegram

Join Now