দুয়ারে সরকার প্রকল্পের প্রথম ক্যাম্প শুরু হলো
পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত খণ্ডঘোষ ব্লকের কৈয়ড় গ্রাম পঞ্চায়েতের আজ অর্থাৎ 23 শে আগস্ট দুয়ারে সরকার প্রকল্পের প্রথম ক্যাম্প শুরু হলো। তোরকোনা প্রীতমবরপুর স্কুলের মাঠে আয়োজন করা হয়েছে দুয়ারে সরকার প্রকল্পের ক্যাম্প। আজ এই দুয়ারে সরকারের ক্যাম্পকে ঘিরে সাধারণ মানুষের উত্তেজনা এবং উন্মাদনা ছিল সত্যিই চোখে পরার মত। এবারে দুয়ারে সরকার প্রকল্পের অন্যতম চমক হলো লক্ষীর ভান্ডার প্রকল্প।
লক্ষীর ভান্ডার প্রকল্পের কাউন্টারে সকাল থেকে মানুষের ঢল নেমেছে। দুয়ারে সরকার প্রকল্পের দ্বিতীয় ক্যাম্প হবে কৈয়ড় গ্রাম পঞ্চায়েতের অধীনে গুইড় গ্রামে এবং তৃতীয় ক্যাম্প অনুষ্ঠিত হবে আগামী 24 শে সেপ্টেম্বর তোরকোনা প্রীতমবরপুর স্কুল মাঠে। একুশের নির্বাচনের আগে থেকেই দুয়ারে সরকার কর্মসূচি চলছে। আর তা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে আমজনতার মধ্যে।
ভোটের পর নতুন রূপে দুয়ারে সরকার শুরু হওয়ায় এই কর্মসূচিতে পরিষেবা নিতে লোকের সংখ্যা বেড়েই চলছে। এই দুয়ারে সরকার কর্ম সূচিতে অন্যান্য প্রকল্পের সাথে যুক্ত হয়েছে নতুন প্রকল্প “লক্ষ্মীর ভান্ডার” প্রকল্প। আজকের এই দোয়ারে সরকার প্রকল্পের ক্যাম্পে উপস্থিত ছিলেন জয়েন্ট বিডিও, বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি, এম এল এ, জেলা পরিষদের সদস্য থেকে শুরু করে আরো অনেকে।