বর্ধমান শহর তৃনমূল ও যুব তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে রাখি বন্ধন উৎসব পালন করা হয় রবিবার।এদিন শহরের পারবিরহাটা এলাকায় পথচলতি মানুষদের রাখি পড়ানো হয় ।এদিনের এই রাখি বন্ধন উৎসবে উপস্থিত ছিলেন জেলার প্রাক্তন যুব সভাপতি রাজবিহারী হালদার ,উপস্থিত ছিলেন শহরে জয়হিন্দ বাহিনীর সভাপতি পল্লব দাস,তৃনমূল কংগ্রেসের শহর সভাপতি অরুপ দাস সহ অনান্য তৃনমূলের কর্মীসমর্থকেরা।
বর্ধমান শহর তৃনমূল ও যুব তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে রাখি বন্ধন উৎসব পালন
By anandabarta
Published on: August 22, 2021

---Advertisement---