বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

নিয়ম ভাঙ্গার কারণে বাইক সমেত যুবককে তুলে নিলো ক্রেন

Published on: August 21, 2021
---Advertisement---

Join WhatsApp

Join Now

বাইক নিয়ে বিধিভঙ্গের ঘটনা নতুন কিছু নয়। দেশের বিভিন্ন প্রান্তে বলতে গেলে প্রত্যহ ট্রাফিকদের এই বিষয়ে ব্যস্ত থাকতে হয়। কিন্তু মহারাষ্ট্রের পুনেতে নো পার্কিং জোনে বাইক পার্ক করার জন্য নতুন ঘটনা দেখা গেল। বিধিভঙ্গের কারণে আরোহীসহ বাইকে তুলে নিল টাফ্রিক পুলিশের ক্রেন।হাস্যকর এই ঘটনাটি ঘটেছে পুনের পেথ এলাকাতে। সেখানে বছর ৩৫-এর ব্যক্তি উমেশ ওয়াড়েকর রাস্তায় নিজের বাইক দাঁড় করিয়ে নিজের ব্যক্তিগত কাজ সারছিলেন। কিছুক্ষণের মধ্যেই ট্রাফিক পুলিশের ক্রেন এসে তাঁর বাইকটি বাজেয়াপ্ত করতে যায়। কারণ, বাইকটি নাকি নো পার্কিং জোনে রাখা ছিল। ক্রেন চালক বাইকটি তুলতে আরাম্ভ করার সঙ্গে সঙ্গেই মালিক উমেশ সেটির ওপর চেপে বসেন। তাঁকে সমেতই তুলে নেয় ক্রেন।

ওপরে তোলা মাত্রই বাইকে বসে থাকা ওই ব্যক্তি নিচে তাঁকে নিচে নামানোর জন্য চিত্‍কার করেন। কিন্তু ঘটনাস্থলে উপস্থিত ট্রাফিক কনস্টেবেল রাজেন্দ্র চালওয়াদি বাতাসে থাকা ওই বাইকসমেত আরোহীকে নীচে নামানোর নির্দেশ দেননি। যেই কারণে ট্রাফিকদের ওপর ভীষণভাবে চটে যায় এলাকার মানুষরা। পরে অবশ্য তাঁকে নীচে নামাতে বাধ্য হয় ট্রাফিকরা।
ঝুলতে থাকা অবস্থাতেই উমেশ নামে ওই ব্যক্তি চিত্‍কার করে পুলিশদের জানান, ‘স্যার, আমার বাইক নো পার্কিং জোনে ছিল না। দয়া করে আমাকে নীচে নামিয়ে দিন। আমি চলে যাচ্ছি, আমার কোনও দোষ নেই।’ কিন্তু কেউ তাঁর কথায় কর্ণপাত করেননি।

Join Telegram

Join Now