ভারতছাড়ো আন্দোলনের 80 তম বর্ষপূর্তি
আজ 9 আগস্ট 2021 ,উলুবেড়িয়া উত্তর,পূর্ব ও দক্ষিণ কেন্দ্রে কংগ্রেস কমিটির উদ্যোগে ঐতিহাসিক ভারতছাড়ো আন্দোলনের 80 তম বর্ষপূর্তিতে উলুবেরড়িয়া কেন্দ্রের অন্তর্গত বানিবন বাজার থেকে শহীদ বেদিতে ও জাতির জনক মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান এবং এক মিনিট নীরবতা পালন করা হয়। শহীদ বেদীতে মাল্যদান করেন উলুবেড়িয়া কার্যকরী সভাপতি মোখলেসুর রহমান এবং মহাত্মা গান্ধীর মূর্তিতে মাল্যদান করেন প্রবীণ কংগ্রেসের নেতা ফরহাদ সাহেব। তারপর বানিবন থেকে এক বিশাল বাইক মিছিল করা হয় নিমদিঘি মোড় হয়ে বিরশিবপুর হয় উলুবেড়িয়ার উপর দিয়ে চেঙ্গাইল হয়ে বাউরিয়া ফোর্টগ্লাস্টার সমাপ্তি হয়। মিছিলে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক উজ্জল চৌধুরি শেখ নাসিম গৌতম খাটুয়া বিশ্বজিৎ মেয়র রিভু সান্যাল ও অন্যান্য নেতৃত্ববৃন্দ এবং ফোর্ট গ্লাস্টারে মরে বক্তব্য দেন কংগ্রেস বর্ষিয়ান নেতা সেক আসগার আলী বিশ্বজিৎ সরকার রিভু আবেশ দাদা ও অন্যান্য নেতৃবৃন্দ।