ভ্যাকসিন না পেয়ে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে বিক্ষোভ দেখান বাসিন্দারা
কোভিড ভ্যাকসিন পেতে চূড়ান্ত হয়রানির শিকার হতে হচ্ছে আমজনতাকে। ভ্যাকসিনের ডোজ না পেয়ে ফিরে যেতে হচ্ছে দিনের পর দিন। এমনকি রাতভর লাইন দিয়েও মিলছে না ভ্যাকসিন। এমনই অভিযোগে শনিবার ক্ষোভে ফেটে পড়লেন সাধারণ মানুষ। ঘটনাটি মালদার রতুয়ার আড়াইডাঙা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের।
দৈনিক মাত্র ষাটজনকে দেওয়া হবে ভ্যাকসিনের ডোজ। আর এই ডোজ পেতেই ভিড় উপচে পড়ছে আড়াইডাঙা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ভ্যাকসিন পেতে লম্বা লাইন পড়ছে। ভ্যাকসিন না পেয়ে পাঁচ ছ দিন ধরে ঘুরে যেতে হয়েছে অনেককে। এমনকি রাতভর লাইনে দাঁড়িয়েও মিলছে না ভ্যাকসিন। টিকা কর্মীরা সময় মতো স্বাস্থ্যকেন্দ্রে আসছেন না বলেও অভিযোগ।ভ্যাকসিন না পেয়ে শনিবার আড়াইডাঙা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে বিক্ষোভ দেখান বাসিন্দারা। সমস্যা সমাধানের জন্য প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন তারা।